সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভশ্রী গঙ্গোপাধ্যায় যেমন দক্ষ অভিনেত্রী। তেমনই কড়া প্রযোজক। কীরকম? ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের সেট থেকে সেকথাই ফাঁস করলেন রাজ চক্রবর্তী। ‘ধূমকেতু’র হাইভোল্টেজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের রেশ কাটিয়ে সম্প্রতি নিজের প্রযোজিত সিরিয়ালের সেটে পৌঁছে গিয়েছিলেন শুভশ্রী। কারণ এদিন ছিল ‘গৃহপ্রবেশ’-এর বিশেষ পর্বের শুটিং। ধারাবাহিকের কাহিনিতেও নতুন মোড় এসেছে। মোহনার ষড়যন্ত্রে আমেরিকায় সর্বস্ব খুইয়ে স্বদেশে ফিরতে হয়েছে আদৃত-শুভলক্ষ্মীকে। আর সেই প্রেক্ষিতেই এবার তাঁদের ‘গৃহপ্রবেশ’। সিরিয়ালের এই বিশেষ পর্বের বড় চমক প্রযোজক-অভিনেত্রী শুভশ্রীর ‘এন্ট্রি’। আর সেই দৃশ্যের শুটিং করতে গিয়েই সেটে একসঙ্গে ধরা দিলেন রাজ-শুভশ্রী।
শুভশ্রীর আগমনে স্বাভাবিকভাবেই এদিন সেটের ব্যস্ততা ছিল তুমুল। আদৃত-শুভলক্ষ্মীর গৃহপ্রবেশ উপলক্ষে একেবারে সাজ সাজ রব। দিনভর হইহই। সেট সাজানো হয়েছে ফুলে। আলোর রোশনাইয়ে চারদিক ঝলমলে। সেখানেই সকলের মধ্যমণি হয়ে ধরা দিলেন প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে শুধু তিনিই নন, রায় পরিবারের গৃহপ্রবেশে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক, অদিতি মুন্সীও। পুজোর আগেই যেন পুজো-পুজো আমেজ সিরিয়ালের সেটে। সেখানে দাঁড়িয়েই শত ব্যস্ততার মাঝে রাজ জানালেন, “প্রযোজক হিসেবে শুভশ্রী দেখতে এসেছে এখানে ঠিকঠাক কাজকর্ম হচ্ছে কিনা! আমাকে তো রোজ পাঠায় সিরিয়ালের কাজ দেখতে। রাতে আমি বাড়ি ফেরার পরও জানতে চায় ‘গৃহপ্রবেশে’ কী কী খরচ হল আর লাভ কী কী হল? দেখাও আমাকে। গল্প নিয়েও কোনও মতামত থাকলে সেটা জানায়। এছাড়া, শিল্পীদের কস্টিউমের বিষয়টাও দেখে। সবদিকে কড়া নজর শুভশ্রীর। ভীষণ কড়া প্রযোজক। ‘রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’ নাম হলেও আসল প্রযোজক শুভশ্রী।”
বিষয়টা যদিও রসিকতা করেই জানান রাজ। এপ্রসঙ্গে আবার শুভশ্রীকে জানতে চাওয়া হলে হাসিমুখেই সুগৃ়হিণীর মতো তাঁর উত্তর, “আসলে সংসার থেকে টাকা বেরলে সেদিকে নজর তো রাখতেই হয়। তবে আমি প্রযোজক হিসেবে খেয়াল রাখি যাতে সেটে শিল্পীদের কোনওরকম অসুবিধে না হয়।” সংশ্লিষ্ট সিরিয়াল নিয়ে রাজ জানিয়েছেন, “আমরা যদিও টেলিভিশনে অনেক শো করেছি, তবে ‘গৃহপ্রবেশ’ আমাদের খুব কাছের একটা শো। আমাদের প্রাণের শো। দর্শকের এত ভালোবাসার জন্যই আজ আমরা এই জায়গায় ৷ এতদিন এই রায় পরিবার নিউ ইয়র্কে ছিল। এবার তারা কলকাতাতে এসেছে। এখন কী কী ঘটনা ঘটে? সেটাই দেখার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.