Advertisement
Advertisement

Breaking News

Raj Chakraborty

ছোট্ট বোনকে কোলে নিল ছোট্ট দাদা! ইয়ালিনীকে দেখে কী বলল রাজপুত্র যুবান?

রাজ জানালেন যুবানের কাণ্ড।

Raj Chakraborty shares yuvaan chakraborty reaction after meeting with his sister| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 8, 2023 9:34 am
  • Updated:December 8, 2023 9:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ নভেম্বর কন্যা সন্তানের মা হয়েছেন শুভশ্রী। রাজের ঘরে এসেছে রাজকন্যা। স্বাভাবিকভাবেই রাজ-শুভশ্রীর পরিবারে খুশির হাওয়া। আর একটু বেশিই খুশি রাজপুত্র যুবান। ছোট্ট বোন হিসেবে খেলার সঙ্গী পেয়ে আহ্লাদে আটখানা যুবান। আর তাই তো বোনকে প্রথম দেখার পরই টেনে নিল কোলে!

Advertisement

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ জানিয়েছেন, ‘যুবান তো দারুণ খুশি বোনকে পেয়ে। হাসপাতালে গিয়েই বোনকে কোলে নিয়েছে। আর বলল, বোন আমার সঙ্গে খেলবি তো? ইউভান তো দারুণ এক্সাইটেড।’

[আরও পড়ুন: দাদুর সামনেই সুহানার হাতে হাত অগস্ত্যার, নাতবউ হিসেবে শাহরুখকন্যাকে গ্রিন সিগনাল বিগ বির?]

প্রসঙ্গত, মেয়ের মা হওয়ার পর ফেসবুকে শুভশ্রী লেখেন, “আমাদের পরিবারে এই খুদে সদস্যের আগমনে আমি সত্যিই অভিভূত। এত ভালোবাসা ও আশীর্বাদের জন্য সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারছি না তার জন্য দুঃখিত। আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষদের অনেক অনেক ধন্যবাদ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ।” এমনকী, দ্বিতীয়বার মা হওয়ার খবর শেয়ার করার সময় শুভশ্রী ও রাজ লিখেছিলেন দাদা হিসেবে প্রোমোশন হচ্ছে যুবানের। সেই দাদাই এখন বোন বলতে পাগল।

[আরও পড়ুন: টাটা থেকে আম্বানি, শচীন থেকে অমিতাভ! রাম মন্দিরের উদ্বোধনে চাঁদের হাঁট]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement