Advertisement
Advertisement
Raj Chakraborty

রাজের মুখে ‘সন্তান’ জপ! ‘আমি তো কাউকে ছোট করিনি’, সিনেমার প্রচার নিয়ে কাকে তোপ পরিচালকের?

'একশ্রেণীর লোকের খুব সমস্যা হচ্ছে, কেন ভাই?' প্রশ্নবাণ পরিচালকের।

Raj Chakraborty slams those who trolls Shontaan
Published by: Sandipta Bhanja
  • Posted:December 15, 2024 7:40 pm
  • Updated:December 15, 2024 7:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের বক্স অফিসে বড় খেলা হতে চলেছে। ২০ ডিসেম্বর একসঙ্গে চার-চারটে বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে। দেবের ‘খাদান’ (Khadaan), রাজ চক্রবর্তীর ‘সন্তান’ (Shontaan ), প্রতীম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ এবং মানসী সিনহা পরিচালিত ‘৫ নং স্বপ্নময় লেন’। প্রতিযোগিতা কিন্তু এখানেই শেষ নয়! ‘মুফাসা’ও রয়েছে। যে ছবির মূল চমক শাহরুখ খানের ভয়েস। এদিকে বলিউডের ‘বেবি জন’। সব মিলিয়ে লড়াইটা শুধু টলিউডের অন্দরে নয়। অন্য ভাষার সিনেমার সঙ্গেও। অতঃপর যে যাঁর সিনেমার প্রচার করবেন, সেটাই স্বাভাবিক। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

Advertisement

তবে এবার ‘লো কি’ প্রোফাইলেই প্রচার চালাচ্ছেন রাজ। খুব একটা জমজমাট প্রোমোশন তিনি করছেন না ‘সন্তান’-এর। কাস্টিংটাই তো ডাকসাইটে। মিঠুন চক্রবর্তীর পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। সম্প্রতি নিজের ছবির নাম করে একটি ব়্যাপ করেছিলেন। পরিচালককে ব়্যাপ করতে দেখে সেই রিল ভিডিও শেয়ারও হয়েছে দাবানল গতিতে। আর সেখানেই সমস্যার সূত্রপাত। পরিচালক দাবি করেছেন, “খারাপ সিনেমার প্রচার বেশি করতে হয়! রাগ কোরো না বাবা…” পাশ থেকেই শুভশ্রীর মন্তব্য, “নিজের খাদ নিজেই খুঁড়ছ…।” পালটা রাজের জবাব, “খাদ কি খাদান, আমাদের সিনেমায় কোনও খাদ নেই।” ব্যস অমনি বাংলার বুকে সাড়ে ৩ হাজার কিলোমিটার সফর করে প্রচার করা সুপারস্টারের অনুরাগীরা প্রায় ছেঁকে ধরেছেন রাজকে। সরাসরি তাঁর সিনেমা নিয়ে ট্রোল, সমালোচনা করতেও পিছপা হচ্ছেন না একাংশ। বড় বাজেটের সেই ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকরা আশায় বুক বেঁধেছেন। ব্লকবাস্টার-এর প্রতিযোগিতায় তাই রাজের মুখে মুহুর্মুহু ‘সন্তান’ জপ। রবিবাসরীয় দুপুরে এক ভিডিও বার্তায় নিন্দুকদের উদ্দেশে স্বল্প কথায় তোপও দাগলেন পরিচালক।

সরাসরি প্রশ্ন ছুঁড়েছেন, “একশ্রেণীর লোকের খুব সমস্যা হচ্ছে, কেন ভাই? আমার সিনেমাটা ২০ তারিখ আসছে, একটা ফ্যামিলি ড্রামা, এটা নিয়ে মানুষের সমস্যার শেষ নেই। যাঁরা খুব ইমোশনাল, সম্পর্কে বিশ্বাস করেন, তাঁদের চোখে জল চলে এসেছে ট্রেলার দেখে এমনটাও আমাদের জানিয়েছেন অনেকে। কিন্তু আমি বুঝতে পারছি না একটা দলের লোকের খুব সমস্যা হয়েছে। কেন ভাই? আমি তো আমার ছবি নিয়ে কথা বলবই। আমি সিনেমার প্রচার করি না। আমার সিনেমায় প্রচার করার মতো ম্যাটেরিয়াল নেই।” উল্লেখ্য, বাংলাজুড়ে বর্তমানে ‘খাদান’-এর প্রচারে ব্যস্ত দেব। অতঃপর নামোল্লেখ না করলেও রাজের তোপ যে সেদিকে, সেটা দুয়ে দুয়ে চার করেছে নেটপাড়ার একাংশ।

সেই ভিডিওতেই নিন্দুকদের একহাত নিয়ে রাজের মন্তব্য, “যাঁর যে ছবিটা দেখতে ইচ্ছে হবে সে সেটাই দেখুন। আমি শুধু এটুকু ইয়ার্কি করে বলছিলাম যে এত প্রমোশন করার কী আছে, ছবি তো হিট! এটা নিয়ে অনেকের অনেক কথা। হলে গিয়ে ছবিটা দেখুন। তার পর সোশাল মিডিয়ায় লেখালেখি করবেন।” এবার দেখার বড়দিনের বক্স অফিসে কোন সিনেমা বাজিমাত করে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ