Advertisement
Advertisement
Dhumketu

‘ধূমকেতু উদযাপন শুরু’, স্ত্রী শুভশ্রী ও সুপারস্টার দেবকে আগাম শুভেচ্ছা রাজের

প্রতীক্ষার অবসান, অবশেষে বড় পর্দায় দেব-শুভশ্রী ম্যাজিক।

Raj Chakraborty wish to Subhasree Ganguly and Dev for Dhumketu film
Published by: Arani Bhattacharya
  • Posted:August 14, 2025 12:32 pm
  • Updated:August 14, 2025 4:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা গোটা প্রজন্ম যেন এই দিনটার অপেক্ষাতেই ছিল। ‘প্রাক্তন’ জুটি দেব-শুভশ্রীতে (Dev-Subhashree) মজে বাংলা ছবির দর্শক। এই দিনটার অপেক্ষাতেই যেন ছিলেন সবাই। সব অপেক্ষার অবসান ঘটে তৈরি হতে চলেছে সেই ঐতিহাসিক মুহূর্ত। অবশেষে বৃহস্পতিবার ১৪ আগস্টই মুক্তি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’র (Dhumketu)। আর তাই এই দিনটা শুধুই ধূমকেতু উদযাপনের দিন। এদিন সকাল সকাল তাই স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও সুপারস্টার দেবকে বহু প্রতীক্ষিত এই ছবির জন্য ‘ধূমকেতু’ শুভেচ্ছা জানালেন রাজ। কী লিখলেন ‘প্রাক্তন’ জুটিকে এই ছবির জন্য শুভেচ্ছা জানিয়ে পরিচালক।

Advertisement

এদিন সোশাল মিডিয়ায় রাজ লেখেন, ‘এত বছরের প্রতীক্ষা শেষ। ‘ধূমকেতু’ উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মত। দেব-শুভশ্রী,কৌশিক গাঙ্গুলী সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় ‘ধূমকেতু’ মিস করবেন না যেন।’ রাজের এই পোস্ট দেখে যেন মনে হচ্ছে যে, আর পাঁচজন দর্শকের মতোই রাজও এই ছবির অপেক্ষায় ছিলেন। তিনিও যে এই ছবির জন্য ভীষণভাবে উচ্ছ্বসিত তা তাঁর পোস্টেই স্পষ্ট। আর তা হবেন নাই বা কেন স্ত্রী শুভশ্রীর কাজকে সবসময় প্রশংসা করেছেন। পাশে থেকেছেন তাঁর। এমনকি ভিন্ন ধারার চরিত্রে রাজের হাত ধরেই আত্মপ্রকাশ ঘটেছিল শুভশ্রীর ‘মেহুল’ চরিত্রে। শুধু তাই নয়য় দেব-শুভশ্রী জুটির আত্মপ্রকাশও ঘটেছিল পরিচালক রাজের হাত ধরে ‘চ্যালেঞ্জ’ ছবিতে। তাই কোনওভাবেই এদিন সেই জুটির এখনও অবধি শেষ ছবিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ। একইসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন এই ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ ছবির টিমকে।

 

এর আগে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই পুরনো ছন্দে ফিরেছিলেন জুটি। তাঁদের হিট ছবির গানের সঙ্গে পা মেলান তাঁরা। কলকাতার বুকে নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল সেদিনের এই অনুষ্ঠান। যা নিয়ে অনুরাগীদের মনে তৈরি হয়েছিল এক আলাদা উন্মাদনা। সেই উন্মাদনার পারদ আরও বাড়ে যখন একসঙ্গে সেদিন ধরা দেন দেব-শুভশ্রী। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় ‘ধূমকেতু’। ফের দেব-শুভশ্রী জুটির ম্যাজিক দেখার জন্য ও ‘ধূমকেতু’ ঝড়ের সাক্ষী হওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন দর্শক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ