Advertisement
Advertisement
Raj Chakraborty

‘দেশু’র রোম্যান্সে ‘বুক চিনচিন করছে?’, রাজের প্রাক্তন স্ত্রীর পোস্টে ঝড়! কী প্রতিক্রিয়া পরিচালকের?

প্রাক্তন স্ত্রীর বিস্ফোরক পোস্টের আবহে রাজ চক্রবর্তীর মন্তব্য, 'দেবের প্রাক্তন আমার স্ত্রী...।'

Raj Chakraborty's Ex wife's post viral, later wishes Dev-Subhashree
Published by: Sandipta Bhanja
  • Posted:August 6, 2025 3:29 pm
  • Updated:August 6, 2025 3:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পর থেকেই ‘ধূমকেতু’ জোয়ারে ভাসছে নেটভুবন। ‘দেশু’ জুটির রোম্যান্স উসকে দিয়েছে সেসব ব্লকবাস্টার দিনের নস্ট্যালজিয়া। দশ বছর বাদে দেব-শুভশ্রীর এহেন পুনর্মিলনের নেপথ্যে অবশ্য রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকেই ‘যোগ্য পার্টনার’ হিসেবে কৃতীত্ব দিচ্ছেন অনুরাগীদের একাংশ। এমন আবহে দাবানল গতিতে ভাইরাল রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর একটি পোস্ট। সেই পোস্টের প্রতিটা শব্দ যে প্রাক্তন স্বামী পরিচালককে নিশানা করেই, তা কারও বুঝতে বাকি নেই! কী এমন লেখা ওই পোস্টে যা নিয়ে এত শোরগোল?

Advertisement

শতাব্দীর পোস্টে উল্লেখ, ‘কীরে কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো… আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’ এখানেই অবশ্য থামেননি তিনি। তাঁর সংযোজন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা- আমারও খুব চেনা…।’ উল্লেখ্য, দেড় দশক আগে রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে শতাব্দীর। তখনও শুভশ্রী গঙ্গোপাধ্যায় পরিচালকের জীবনে আসেননি। এবার দেবের বাহুডোরে প্রাক্তন স্বামীর স্ত্রী শুভশ্রীকে দেখে শতাব্দীর বিস্ফোরক পোস্টের পর আবারও সেসব সমীকরণ চর্চায়। তবে শতাব্দী অবশ্য ‘শুভশ্রীকে বলিউড নায়িকার মতো দেখতে লাগছে’, বলে প্রশংসা করেছেন সংবাদমাধ্যমের কাছে। পাশাপাশি রাজকে নিশানা করে তাঁর বক্তব্য, ও কতটা হিংসে করতে পারে সেটা আমার জানা। এদিকে ‘দেশু’ জুটিকে দেখে নস্ট্যালজিয়ায় ভাসা নেটভুবনে রাজ চক্রবর্তীকে নিয়ে ট্রোল-মিমের পাহাড়। এপ্রসঙ্গে অবশ্য নিন্দুক-সমালোচকদের যথাযোগ্য জবাব দিয়েছেন পরিচালক।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজের সাফ মন্তব্য, “দেবের প্রাক্তন আমার স্ত্রী।” অতীত সকলের থাকে তবে সেটা নিয়ে ঘাটাঘাটি করা যে আখেড়ে কাজের কথা নয়, সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিচালক এও জানিয়েছেন যে, একাধিক কাজ থাকায় এদিনের অনুষ্ঠানে তিনি যেতে পারেননি। তবে দেশু জুটির ভক্ত তিনিও। উল্লেখ্য, এর আগে রাজ চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলা সিনেমার স্বার্থে দেব-শুভশ্রী আবারও জুটি বাঁধতেই পারে। অতঃপর তিনি যে বিন্দুমাত্র বিচলিত নন এসবে, সেটা বুঝিয়ে দিয়েছেন। অতঃপর, নিন্দুকরা যতই ট্রোল-মিমের ‘বন্দুকবাজি’ করুক না কেন, প্রাক্তনেরা যে যাঁর সংসারে বর্তমানে ভালো রয়েছেন, তা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ