Advertisement
Advertisement
Raj chakraborty

কলেজ ক্যাম্পাসের রাজনীতি নিয়ে নতুন ছবি রাজের, শাশ্বতর পাশাপাশি কাস্টিংয়ে চমক!

বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে রাজের পরবর্তী ছবি।

Raj chakraborty's new film on College campus politics
Published by: Sandipta Bhanja
  • Posted:August 20, 2025 9:29 pm
  • Updated:August 20, 2025 9:29 pm   

বিদিশা চট্টোপাধ্যায়: রাজ চক্রবর্তী বরাবর নতুন কিছু করার উদ্যোগ নিয়েছেন। দিয়েছেন নতুনদের সুযোগ। বড় পর্দায় তাঁর প্রথম ছবিই তৈরি করেছিলেন স্টার পাওয়ার ছাড়াই- ‘চিরদিনই তুমি যে আমার’। দেব এবং জিৎকে সঙ্গে নিয়ে করেছিলেন ‘দুই পৃথিবী’ কিংবা বিদেশের অলি-গলির ডান্স নাম্বার থেকে দেবকে নিয়ে এসেছিলেন উত্তর কলকাতার গলিতে- ‘লে ছক্কা’য় । ‘প্রলয়’ তৈরি করে চমকে দিয়েছিলেন। তাই পরিচালকের সোশ্যাল মিডিয়াতে যখন একঝাঁক নতুনদের মহড়া দেওয়ার ভূমিকায় দেখা যায়, তখন তরুণ রক্তের প্রয়োজন বোঝা যায়।

Advertisement

কী এমন বিষয় ছবির? শোনা যাচ্ছে, কলেজ ক্যাম্পাসের রাজনীতি নিয়ে ছবি করতে চলেছেন রাজ চক্রবর্তী! সেপ্টেম্বর থেকে শুটিং শুরু। কিছুদিন আগেই অভিনেতা-সঞ্চালক রোহন ভট্টাচার্যের এই ছবির সঙ্গে যুক্ত থাকার কোথা শোনা গিয়েছিল। ভিডিও অনুযায়ী কাস্টিং তালিকায় থাকছেন ওম, জন ভট্টাচার্য (খাদান), ‘তালমার রোমিও জুলিয়েট’ খ্যাত দেবদত্ত রাহা, শ্রেয়া ভট্টাচার্য ও অনান্যরা। এবং এও শোনা যাচ্ছে যে, এক তদন্তকারি পুলিশ অফিসারের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে পাওয়া যাবে রাজের এই ছবিতে। এপ্রসঙ্গে কোনও অভিনেতাই মুখ খুলতে রাজি নন।

খবর, বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে রাজের পরবর্তী ছবি। কলেজ মানেই ব়্যাগিং, পাশাপাশি কলেজে নতুনদের মননের ওপর কীভাবে রাজনৈতিক চাপ প্রভাব বিস্তার করে, সেসব ছাড়াও কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনার উল্লেখ থাকছে বলে ধরে নেওয়াই যায় । পরিচালক হিসেবে রাজ বরাবরই এই ধরনের ছবি করতে পিছপা হননি। শোনা যাচ্ছে তিনি ‘প্রলয়’-এর সিক্যুয়েলও করার প্ল্যান করছেন। তবে সেই প্রজেক্ট বছরের শেষে হতে পারে বলেই খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ