সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও পর্নকাণ্ডে নাম জড়িয়ে রাত কাটাতে হয়েছে জেলে। কখনও বা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বাজেয়াপ্ত হয়েছে রাজ কুন্দ্রার ১০০ কোটির সম্পত্তি। হাতছাড়া হয়েছে বিলাসবহুল ফ্ল্যাটও! সম্প্রতি কাছের মানুষকেও হারিয়েছেন রাজ। শিল্পা শেট্টির পরিবারের উপর থেকে বিতর্কের ‘অভিশাপ’ যেন কিছুতেই কাটতে চাইছে না! তবে শত বিপত্তির মাঝেই এবার বন্যাপ্লাবিত পাঞ্জাবকে অর্থসাহায্য শিল্পার স্বামী রাজ কুন্দ্রার।
গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। দিনরাত এক করে উদ্ধারকার্য চালাচ্ছে আর্মি, নেভি ও বায়ুসেনা। এমতাবস্থায় ‘সচ্চা পাঞ্জাবি’র মতো বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের পাশে দাঁড়ালেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। সম্প্রতি নিজের সোশাল মিডিয়ায় বানভাসি প্রদেশের জন্য কাতর আর্তি শোনা যায় তাঁর কণ্ঠে। রাজ কুন্দ্রা জানিয়েছেন, “শুক্রবার ‘মেহের’ রিলিজ করছে গোটা বিশ্বে। তবে এই সিনেমামুক্তি আমার কাছে শুধু একটা রিলিজ নয়, বরং ‘রিলিফ’ও। কারণ ‘মেহের’-এর প্রথম দিনের গোটা আয়ের অঙ্ক আমি তুলে দেব পাঞ্জাবে বন্যাদুর্গতদের সেবার খাতে। এই ইতিহাসের সাক্ষী থাকতে চাই।”
প্রসঙ্গত, আইনি বিতর্ক সরিয়ে গত তেইশ সাল থেকেই লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। এদিকে এই মেহের ছবিটি দিয়েই পাঞ্জাবের সিনেদুনিয়ায় পা রাখছেন তিনি। ৫ সেপ্টেম্বর রিলিজ। তার প্রাক্কালেই সিনেমার প্রথম দিনের বক্স অফিস কালেকশন বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের হাতে তুলে দিতে চাইছেন রাজ কুন্দ্রা। উল্লেখ্য, বন্যা দুর্গতদের পাশে থাকতে ১০টি গ্রাম দত্তক নিয়েছেন গায়ক-অভিনেতা দিলজিৎ। খাবার, জল, প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন জরুরি পরিষেবার দায়ভার তাঁর। অন্যদিকে এমি ভির্ক বন্যা কবলিত ২০০টি পরিবারের দায়িত্ব নিয়েছেন। একইসঙ্গে সোনম বাজওয়া তাঁর অনুরাগীদের কাছে আবেদন করেছেন, তাঁরা যেন বন্যাদুর্গতদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.