সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত নভেম্বরেই একবছর পূর্ণ করেছে ইয়ালিনী চক্রবর্তী। আর তার মাস পাঁচেক যেতে না যেতেই ব্যাগ কাঁধে স্কুলে পদাপর্ণ দেড় বছরের খুদের। মেয়ের স্কুলে যাওয়ার প্রথমদিনের মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন রাজ চক্রবর্তী। সেখানেই দেখা গেল, সাদা জামা, সবুজ ব্যাগ কাঁধে, ছোট্ট ঝুঁটি বেঁধে বাধ্য মেয়ের মতো মায়ের কোলে চড়ে স্কুলের পথে সে। শুভশ্রীও ততোধিক উচ্ছ্বসিত ইয়ালিনীর প্রথম স্কুল যাওয়া নিয়ে। বাবার ক্যামেরায় তাকিয়ে হাত নেড়ে টা-টা করতেও ভুলল না খুদে।
সম্প্রতি ছেলে ইউভানকে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখান থেকে নানা রঙিন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারকাদম্পতি। এবার সেখান থেকে ফিরেই সপ্তাহের পয়লা দিনে মেয়েকে স্কুলে নিয়ে গেলেন শুভশ্রী। ৫ মে থেকে শুরু হল রাজকন্যা ইয়ালিনীর স্কুলজীবন। যে কোনও মা-বাবার ক্ষেত্রেই সন্তানের প্রথম স্কুলে যাওয়া স্পেশাল। রাজ-শুভশ্রীও এক্ষেত্রে ব্যতিক্রম নন। আর সেই জন্যই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন পরিচালক রাজ চক্রবর্তী। তা কেমন কাটল প্রথমদিন? সেই ঝলকও দেখিয়েছেন অভিনেত্রী।
শুভশ্রীর শেয়ার করা একগুচ্ছ মুহূর্তে দেখা গেল, দেড় বছরের খুদে মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে স্কুলে যাচ্ছে। আবার কখনও বা রং তুলি নিয়ে প্লেস্কুলে ইয়ালিনীর সঙ্গী হয়েছেন অভিনেত্রী। দেখে বেশ বোঝা গেল, স্কুলের পয়লা দিন যে খুদে বেশ উপভোগ করেছে। বাচ্চারা সাধারণত স্কুল যাওয়ার সময় কাঁদে। কিন্তু ইয়ালিনীর ক্ষেত্রে তো একেবারে উলট পুরাণ। হাসিমুখে বাবার ক্যামেরায় পোজ দিয়ে বিদায় জানাল সে। আর ইয়ালিনী চক্রবর্তীর সেসব মিষ্টি মুহূর্ত দেখেই মন গলেছে নেটপাড়ার।
View this post on Instagram
প্রসঙ্গত, বলিউডের পাশাপাশি যে কোনও সিনেইন্ডাস্ট্রির স্টারকিডদের নিয়েই দর্শক-অনুরাগীদের মধ্যে আলাদা কৌতূহল থাকে। টলিউডও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তারকা মা-বাবাদের পাশাপাশি তারাও লাইমলাইটে বিরাজমান। খুদেদের মজার কাণ্ডকারখানা নিয়েও আলোচনার অন্ত নেই। সেই তালিকায় রাজ-শুভশ্রীর দুই সন্তান ইউভান-ইয়ালিনীও রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.