Advertisement
Advertisement
Raj-Subhashree

আধো-আধো উচ্চারণে ইউভান-ইয়ালিনীর ‘জয় মহাকাল’ ধ্বনি, উজ্জয়িনীর মহাকালেশ্বরে পুজো রাজ-শুভশ্রীর

সন্তানদের খুনসুটি ক্যামেরাবন্দি করলেন রাজ। হেসে খুন শুভশ্রী!

Raj, Subhashree visits Ujjain's Mahakaleshwar Temple with children
Published by: Sandipta Bhanja
  • Posted:October 8, 2025 5:23 pm
  • Updated:October 8, 2025 5:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার দুই সন্তানকে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের তারকা দম্পতির বরাবরই ধর্মে-কর্মে মন। কাজের ব্যস্ততা যতই থাকুক, আরবানার ফ্ল্যাটে গণেশ চতুর্থী, লক্ষ্মীপুজো, থেকে রথযাত্রা, রাস সবটাই পালন করেন রাজ-শুভশ্রী। এমনকী সন্তানদের জন্মদিনেও পুজোপাঠের আয়োজন করেন তাঁরা। এবার ব্যস্ত শিডিউলের অবসরে ইউভান-ইয়ালিনীকে নিয়ে মহাকালেশ্বরে পুজো দিলেন তারকা দম্পতি।

Advertisement

বুধবার উজ্জয়িনীর মন্দিরে যাওয়ার পথে গাড়ি থেকেই দুই সন্তানের মিষ্টি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারকাদম্পতি। সেখানেই দেখা যায়, মা-বাবার সঙ্গে তাল মিলিয়ে আধো-আধো উচ্চারণে ‘জয় মহাকাল’ ধ্বনি দিচ্ছে ইউভান-ইয়ালিনী। দুই খুদের খুনসুটির মুহূর্তও ধরা পড়েছে বাবা রাজের ক্যামেরায়। দেখা গেল, বোন ইয়ালিনীর মুখে ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ গান শুনে তার মুখ চেপে ধরেছে দাদা ইউভান। তবে তাতেও রাজকন্যেকে থামানো যায়নি। দাদা হাত সরাতেই ফের আধো আধো মিষ্টি উচ্চারণে গান ধরল সে। আর সন্তানদের এহেন কাণ্ডকারখানা দেখে হেসে লুটোপাটি খেলেন শুভশ্রী!

উজ্জয়িনীর মহাকালেশ্বরে সপরিবারে রাজ-শুভশ্রী। (ছবি- ইনস্টাগ্রাম)

প্রসঙ্গত, পুজোর আগে ‘হোক কলরব’-এর শুটিংও শেষ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। অন্যদিকে উৎসবের মরশুমে শুভশ্রীর ব্যস্ততাও ছিল দ্বিগুণ। আজ কলকাতা কিংবা শহরতলীতে পুজো উদ্বোধন করছেন তো কাল আবার উত্তরবঙ্গে গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবে পৌঁছে গিয়েছেন। তবে এবার সেসব ব্যস্ততা মিটেছে। তাই কাজপর্ব থেকে খানিক বিরতি মিলতেই বাবা মহাকালেশ্বরের শরণে রাজ-শুভশ্রী। বুধবার উজ্জয়িনীর মন্দিরে পুজো দিয়ে বেশ কিছু ফ্রেমবন্দি মুহূর্ত শেয়ার করেছেন তারকাদম্পতি। সেখানেই দেখা গেল, সাদা পাঞ্জাবি-পাজামা পরনে রাজ আর লাল পাড় সাদা শাড়ি পরে শুভশ্রী। কপালে ‘জয় মহাকাল’ তিলক। মা-বাবার সঙ্গে নিষ্ঠাভরে পুজোও দিল দুই খুদে। আর সেই মিষ্টি পারিবারিক মুহূর্ত দেখেই ভালোবাসায় ভরিয়েছেন অনুরাগীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ