সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে পাঁচ বছরে ইউভান চক্রবর্তী। মাতৃগর্ভ থেকেই সে লাইমলাইটে, বললেও অত্যুক্তি হবে না! টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান বলে কথা। এই বয়সেই খুদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। দেখতে দেখতে সেই ইউভানই শুক্রবার পাঁচ বছরে পা দিল। ছেলের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই রাজ-শুভশ্রীর আরবানার ফ্ল্যাটে ব্যস্ততা তুঙ্গে।
ইউভান চক্রবর্তীর ৫ বছরের জন্মদিন। অতঃপর বাবা-মায়ের তরফে যে মহাআয়োজন হতে চলেছে, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। তা সেই আয়োজনের কলেবর কেমন? কৌতূহল অস্বাভাবিক নয়। জানা গেল, ‘অ্যাভেঞ্জার্স’ যেহেতু ইউভানের খুব পছন্দের, তাই তার জন্মদিনের আসরও সেজে উঠছে সেই থিমের অনুকরণেই। বিকেলে ছেলের বন্ধুবান্ধবদের নিয়ে একটা পার্টির আয়োজন করেছেন রাজ-শুভশ্রী। সকাল থেকে দাদার মতোই উচ্ছ্বসিত খুদে ইয়ালিনিও। আধ-আধ উচ্চারনে দাদাকে শুভেচ্ছাও জানিয়েছে রাজকন্যা। তবে জন্মদিন বলে স্কুল কামাই করতে নারাজ ইউভান। আর পাঁচটা দিনের মতোই সকালে ঘুম থেকে উঠে স্কুলের পোশাক পরে যাওয়ার জন্য তৈরি সে। বন্ধুদের জন্য বিশেষ উপহারও নিয়ে গিয়েছে। ছেলের জন্মদিন উপলক্ষে ছুটি পাননি বাবা রাজও। শুটিং সেরে বারাকপুরে কাজ। তারপর ফিরে সন্ধেয় বন্ধুবান্ধব, স্বজনদের নিয়ে পার্টি।
প্রসঙ্গত, স্টারকিডরা বরাবরই লাইমলাইটে। সে বলিউড হোক বা টলিউড! রাজ-শুভশ্রীর ছেলে ইউভানও এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। জন্মের পর থেকেই খবরের শিরোনামে রাজত্ব করছে সে। খুদের নানা মজার কাণ্ড-কারাখানায় অনুরাগীরাও মজে থাকেন। তাঁদের কাছে রাজপুত্র ‘ওয়ান্ডার কিড’। যে কিনা এই বয়সেই মাইক হাতে ‘অ্যাকশন-কাট’ বলে কিংবা বাড়িতে বড় দাদার মতোই বোন ইয়ালিনীর খেয়াল রাখে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যুবানকে ‘স্মার্ট বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর শুভশ্রীর কোল আলো করে জন্ম নেয় রাজপুত্র ইউভান। সেই খুদেই এবার পাঁচ বছরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.