Advertisement
Advertisement
Raj-Subhashree

ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী, কোথায় গেলেন তারকা দম্পতি?

কোথায় ছুটি কাটাচ্ছেন তাঁরা এই মুহূর্তে?

Raj-Subhashree's vacation mode in new destination
Published by: Arani Bhattacharya
  • Posted:June 24, 2025 2:12 pm
  • Updated:June 24, 2025 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী (Raj-Subhashree)। শুটিংয়ের চাপ, কাজের ব্যস্ততা সবকিছু সামলে একটু সময় পেলেই এই তারকা দম্পতি চলে যান নতুন নতুন জায়গায় বেড়াতে। সেখানকার হিডেন জেম এক্সপ্লোর করতেও ভোলেন না তাঁরা। কখনও দু’জনে কখনও আবার চারজনে একসঙ্গে সময় পেলেই তাঁদের ভ্যাকেশন মুড অন। এককথায় বলা যায় তাঁদের পায়ের তলায় সরষে।

সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন ছবি ‘গৃহপ্রবেশ’। আগামী আগস্টে মুক্তি পাবে তাঁর আরও এক বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। কাজের যে প্রবল চাপ রয়েছে তা বলাই বাহুল্য। তবে এত কাজের মধ্যেও নিজেকে ভালো রাখার একমাত্র উপায় বেড়াতে যাওয়া। সেই বিশ্বাসে ভর করেই হয়তো ফের ছুটির মেজাজে তারকা দম্পতি। কিন্তু কোথায় ছুটি কাটাচ্ছেন তাঁরা এই মুহূর্তে? এবারে তাঁদের বেড়াতে যাওয়ার ডেস্টিনেশন ঠিক কোথায় তা জানাননি দু’জনের কেউই। তবে নিজের ইনস্টাগ্রামে শুভশ্রী একটি ভিডিও পোস্ট করেছেন।

 

সেই ভিডিওতে শুভশ্রীকে দেখা যাচ্ছে মিনিমাল মেকআপ, নীল জাম্পসুট, চোখে সানগ্লাস পরে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যেতে। হাতে রয়েছে একটি টোট ব্যাগ। আর সেই ব্যাগটিই মূলত ক্যামেরার সামনে দেখিয়ে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন রাজঘরনি। সেই ব্যাগে লেখা রয়েছে সাংগ্রি-লা অ্যালি তুসেরক মরিশাস। এবার বেড়াতে যাওয়ার ডেস্টিনেশনের ইঙ্গিত এভাবেই দিয়েছেন শুভশ্রী। তাঁর হাতের সেই ব্যাগে লেখা নাম দেখে অনেকেই আন্দাজ করছেন হয়তো মরিশাস বেড়াতে গিয়েছেন যুগল। কারণ ব্যাগে লেখা এই নাম মরিশাসের একটি জনপ্রিয় রিসর্টের। যেখানে এক রাত থাকার খরচ প্রায় এক লক্ষেরও বেশি। ব্যস অভিনেত্রী এর থেকে বেশি ইঙ্গিতই দেননি। সবটাই রেখেছেন সিক্রেট। শুভশ্রীর বাকি ট্রিপ কেমন কাটছে সেই ছবি দেখার জন্যই এখন মুখিয়ে রয়েছেন নেটিজেনরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement