Advertisement
Advertisement
Fawad Khan

পাকিস্তানি ফাওয়াদ খানের সিনেমা রিলিজ করলে মহারাষ্ট্রে আগুন জ্বলবে! হুঁশিয়ারি রাজ ঠাকরের দলের

'আবির গুলাল' ছবির ঝলকে বাণী কাপুরের সঙ্গে পাক অভিনেতার রোম্যান্স দেখে রেগে কাঁই এমএনএস।

Raj Thackeray’s MNS Protests Against Fawad Khan’s Abir Gulaal Release In Maharashtra
Published by: Sandipta Bhanja
  • Posted:April 1, 2025 9:10 pm
  • Updated:April 1, 2025 9:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ বছরের বনবাস কাটিয়ে বলিউডে প্রত্যাবর্তন করার মুখে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। পয়লা এপ্রিলই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত বলিউড ছবি ‘আবির গুলাল’-এর ঝলক। যেখানে বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন পাকমুলুকের ‘হ্যান্ডসাম হিরো’। তবে সুদর্শন নায়কের ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তনের খবরে তরুণীদের মনে হিল্লোল উঠলেও রেগে কাঁই রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাক অভিনেতার সিনেমা মহারাষ্ট্রে রিলিজ করলে ‘দক্ষযজ্ঞ বাঁধবে’ বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ওই রাজনৈতিক দল।

Advertisement

এমএনএস দলের মুখপাত্র অমেয় খোপকার দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন যে, মহারাষ্ট্রে ‘আবির গুলাল’ যেন রিলিজ না করে। এক সংবাদমাধ্যমের কাছে এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন অমেয়। তিনি জানিয়েছেন, “নির্মাতাদের ঘোষণার ফলে আজই আমরা এই সিনেমা মুক্তির কথা জানতে পেরেছি। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে, এই ছবিটি মহারাষ্ট্রে মুক্তি পেতে দেব না আমরা। কারণ এই সিনেমায় একজন পাকিস্তানি অভিনেতা রয়েছেন। তাই কোনও পরিস্থিতিতেই যাতে এই ছবি আমাদের রাজ্যে মুক্তি না পায়, সেদিকে কড়া নজর থাকবে আমাদের। আপাতত ছবিটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছি এবং শীঘ্রই একটি পূর্ণাঙ্গ বিবৃতি জারি করা হবে আমাদের দলের তরফে।”

অন্যদিকে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন নিয়ে আপত্তি তুলেছেন শিবসেনা নেতা সঞ্জয় নিরুপমও। ফাওয়াদ খানকে পরোক্ষভাবে বিঁধে তিনি বলেন, “পাকিস্তানের প্রতি ব্যাপক ঘৃণা রয়েছে ভারতীয়দের মনে। যখন কোনও পাকিস্তানি ছবি মুক্তি পায়, তখন ভারতীয় দর্শকরা সাধারণত তা দেখতে পছন্দ করেন না। যদিও কিছু লোক কৌতূহলবশত দেখে ফেলেন, তবে পাকিস্তানি শিল্পীরা কিন্তু ভারতে কখনোই খুব একটা সাফল্য অর্জন করতে পারেননি। তাই পাকিস্তানি শিল্পীদের উচিত ভারতে সুযোগ খোঁজার পরিবর্তে, তাঁদের নিজস্ব সিনে ইন্ডাস্ট্রিতে মনোনিবেশ করা।” এরপরই মোদি সরকারের কোর্টে বল ঠেলে তাঁর সংযোজন, “কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে কোনও নিয়ম থাকে, সেটা কার্যকর করা উচিত। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে পাকিস্তানি ছবি ভারতে মুক্তি দেওয়া উচিত, নাকি সেখানকার শিল্পীদের এখানে কাজ করার অনুমতি দেওয়া উচিত। এটা কেন্দ্রীয় সরকারই ঠিক করুক।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, সুদর্শন চেহারা নিয়েই আসমুদ্র হিমাচলের নারীদের মনে ঝড় তুলেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেতা। তাই পাক শিল্পীরা নিষিদ্ধ হওয়ার পর থেকেই তরুণীদের মন ভেঙেছিল যে, ফাওয়াদকে আর বলিউডি পর্দায় না দেখতে পাওয়ার দুঃখে! তবে এবার ৮ বছর বাদে ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেতা। আর তার প্রাক্কালেই পড়তে হল রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কড়া হুঁশিয়ারির মুখে। এর আগে ‘খুবসুরত’, করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘কাপুর অ্যান্ড সনস’-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান। এবার বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘আবির গুলাল’ নিয়ে আসতে চলেছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ