সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করবেন রাজকুমার রাও। এতদিন এটি জল্পনার পর্যায়ে ছিল। এবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এই ছবিতে অভিনয় করার খবরে সিলমোহর দিলেন অভিনেতা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। বিশেষত বাঙালি দর্শক।
এই চরিত্রের জন্য ঠিক কীভাবে নিজেকে প্রস্তুত করছেন বাংলার জামাই অভিনেতা রাজকুমার রাও?এই সাক্ষাৎকারেই এই ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা। তিনি বলেন, “আমি খুব নার্ভাস। এটা একটা গুরুদায়িত্ব। তবে হ্যাঁ কাজটা খুব ভালোভাবেই হতে চলেছে আশা করি। আমরা সবাই এই বায়োপিকের জন্য উচ্ছ্বসিত।” এমনকি ওই সাক্ষাৎকারে নিজের বাংলা বলার দক্ষতাও খানিক দেখিয়েছেন অভিনেতা। বহু বছর ধরে এই ভাষা তিনি রপ্ত করেছেন। আর তার নেপথ্যে রয়েছেন তাঁর অভিনেত্রী স্ত্রী পত্রলেখা চট্টোপাধ্যায়। বঙ্গকন্যার সঙ্গে দীর্ঘ ভালোবাসার সম্পর্কর পরে দাম্পত্য। আর তাই বাঙালি কন্যেকে বিয়ে করে নিজেও বাংলা ভাষা শিখে নিয়েছেন রাজকুমার রাও। এখনও সেই চর্চা চালিয়ে যাচ্ছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও এই খবর শোনার পর স্বস্তি পেয়েছিলেন খানিক হয়তো মহারাজ নিজেও। তিনি বলেছিলেন, “রাজকুমার এই চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছে। আমার মনে হয় না ওঁর থেকে ভালো এই চরিত্র কেউ ফুটিয়ে তুলতে পারত। আমি ওঁকে এই চরিত্রের জন্য সবরকমভাবে সাহায্য করব।” ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটারদের জীবনীচিত্র রূপোলি পর্দায় ফুটিয়ে তোলার বিষয় এই প্রথম নয়। এর আগে মহেন্দ্রসিং ধোনি, আজহারউদ্দিনের জীবনীচিত্র নির্মিত হয়েছে। শুধু তাই নয় ‘৮৩’ ছবিতে কপিল দেব সহ গোটা ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের ইতিহাসকে তুলে ধরা হয়েছিল। এবার পালা বাঙালির আবেগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের। কবে মুক্তি পাবে এই ছবি? এ প্রসঙ্গে রাজকুমার রাও জানিয়েছেন, “ছবির শুটিং শুরু হতে খানিক দেরি রয়েছে। শুটিং শেষ হয়ে এই ছবি মুক্তি পেতে প্রায় একবছর লাগবে।” সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে তৃপ্তি দিমরিকে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি প্রযোজনা সংস্থার তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.