Advertisement
Advertisement

Breaking News

Stree 2

‘স্ত্রী ২’ ছবির ‘বাতিল দৃশ্যে’ রাজকুমারের ভোলবদল, ‘ভিকি প্লিজ…’, মন্তব্য শ্রদ্ধার

'আপনারা কী ছবিতে এই দৃশ্য দেখতে চান?' প্রশ্ন রাজকুমারের।

Rajkumar Rao shares ‘favourite deleted scene’ from Stree 2, Shraddha Kapoor and others reacted
Published by: Suparna Majumder
  • Posted:August 28, 2024 4:26 pm
  • Updated:August 28, 2024 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল জেস্ক: বক্স অফিসে ঝোড়ো ইনিংস খেলছে ‘স্ত্রী ২’ (Stree 2)। আয়ের নিরিখে ছশো কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি। আর তাতেই বছরের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় উপরের স্থানটি দখল করে ফেলেছে। এমন সময় ছবির ‘বাতিল দৃশ্য’ সোশাল মিডিয়ায় ফাঁস করে দিলেন রাজকুমার।

Sree-2-BTS

আসলে সিনেমার শুটিংয়ে মজা করে তোলা দুটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে ভোল পালটে ফেলেছেন তিনি। নিজেই স্ত্রী রূপ ধারণ করেছেন। আর পরিচালক অমর কৌশিকের সঙ্গে মেতেছেন রোম্যান্সে। ছবির ক্যাপশনে রাজকুমার লিখেছেন, “আমার অন্যতম একটি প্রিয় দৃশ্য যা ফাইনাল কাটে রাখা হয়নি। আপনারা কী ছবিতে এই দৃশ্য দেখতে চান? সবাই বলুন?” নিজের এই ক্যাপশনে পরিচালক অমর কৌশিককে ট্যাগও করেছেন অভিনেতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: বউয়ের ন্যাওটা! একাধিক শপিং ব্যাগ হাতে অনুষ্কার পিছু পিছু বিরাট, ভাইরাল ভিডিও]

রাজকুমারের এই ‘বিহাইন্ড দ্য সিন’ স্পেশাল পোস্টে উচ্ছ্বসিত তারকারা। ছবির নায়িকা শ্রদ্ধা কাপুরের মন্তব্য, “হ্যাঁ! ভিকি প্লিজ শেয়ার কর কর কর…।” হাসার অভিব্যক্তি দিয়ে বিজয় বর্মা লেখেন, “আমি তো এই দৃশ্য দেখার জন্য টাকাও খরচ করতে রাজি।” ভূমি পেড়নেকরের বক্তব্য, “এটা তো এখনই দেখতে হবে।” শ্রদ্ধার মতোই আবার নিমরত কৌর লেখেন, “বিক্কি প্লিজ!”

প্রসঙ্গত, দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে এসেছে ‘স্ত্রী ২’। ঠিক যে সময়ে দেশজুড়ে প্রশ্ন উঠেছে নারীদের স্বাধীনতা নিয়ে, সমাজে নারীদের অবস্থান, অধিকার নিয়ে। বাংলার আর জি কর কাণ্ডে হওয়া অপরাধের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। এই অস্থির সময়ে বাংলার প্রেক্ষাগৃহেও কিন্তু রমরমিয়ে চলছে ‘স্ত্রী ২’। বেঙ্গল বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, পয়লা সপ্তাহেই ৩-৪ কোটির ব্যবসা করেছে শ্রদ্ধা-রাজকুমারের সিনেমা।

[আরও পড়ুন: নবান্ন অভিযানে বৃদ্ধের চুড়ি পরার ইঙ্গিত! অপরাজিতা-লীনা-মিশমিদের ‘হল্লা বোল’]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement