বিদিশা চট্টোপাধ্যায়: মঙ্গলবার মুম্বইয়ে ‘মালিক’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একমঞ্চে ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রাজকুমার রাও। ‘বাইশে শ্রাবণ’, ‘দশম অবতার’-এর পর আবারও দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন প্রসেনজিৎ। তবে এবার টলিউডে নয়। খাকি উর্দিতে ‘বাংলার বুম্বাদা’কে দেখা যাবে বলিউডে। কাল্ট চরিত্র ‘প্রবীর রায়চৌধুরি’র ধারা কি ‘মালিক’-এও অব্যাহত থাকবে? সংবাদ প্রতিদিন প্রশ্ন রেখেছিল ‘ইন্ডাস্ট্রি’র কাছে। তার প্রত্যুত্তরেই অভিনেতা কিঞ্চিৎ বিড়ম্বনায় পড়ে পালটা প্রশ্ন ছোড়েন, ‘বাংলায় প্রশ্ন করার দরকার কী…?’ তৎক্ষণাৎ পাশেই বসে থাকা রাজকুমার রাও প্রায় তড়িৎগতিতে ‘দাদা’র মুখ থেকে কথা কেড়ে নিয়ে হিন্দিতে অনুবাদ করে সকলকে চমকে দিলেন। আর বলিউড অভিনেতার এহেন বাংলা চর্চা দেখে মায়ানগরীর সাংবাদিকরাও হাততালিতে ভরিয়ে দিলেন।
সংবাদ প্রতিদিন-এর তরফে প্রসেনজিতের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, বাংলা ছবির প্রবীর চৌধুরির থেকে ‘মালিক’-এর পুলিশ অফিসার কতটা আলাদা? আর রাজকুমারের পরবর্তী সিনেমা যেহেতু সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক, সেই বিষয়ে কী বলবেন? এপ্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, “মাত্র দশদিন আগেই সৌরভের সঙ্গে দেখা হয়েছিল। আমরা দুজনেই বিশেষ অতিথি ছিলাম একটি অনুষ্ঠানে। সেখানেই সৌরভকে বলি, আমি এই ছবির জন্য খুব খুশি। আমি ওকে এও বলেছিলাম যে, খুব শিগগিরি রাজকুমারের সঙ্গে দেখা হবে। ওঁর সঙ্গে একটা ছবিতে কাজ করছি। সামনেই বড়পর্দায় সেই ছবির মুক্তি। আমি, সৌরভ ও রাজকুমার দু’জনকেই বায়োপিকের জন্য শুভেচ্ছা জানাব।” তবে এই কথোপকথনের মাঝে লাইমলাইট কেড়ে নিলেন রাজকুমার।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উত্তর দেওয়ার আগেই রাজকুমার রাও ঝরঝর করে হিন্দিতে অনুবাদ করে উপস্থিত সকলকে বুঝিয়ে দেন ঠিক কী জানতে চাওয়া হয়েছে? আর ‘মালিক’ রাজকুমারের এহেন পারদর্শীতা দেখে হতবাক সকলে। তিনি যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্য রীতিমতো প্রস্তুত, সেটা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। প্রসঙ্গত, বহু বছর ধরে বাংলা ভাষা তিনি রপ্ত করেছেন রাজকুমার রাও। তার নেপথ্যে স্ত্রী তথা অভিনেত্রী পত্রলেখা। প্রবাসী বঙ্গকন্যার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর শুভ পরিণয়। তাই অভিনেতা যে নিজেও বাংলা ভাষা শিখে নিয়েছেন, তা বেশ বোঝা গেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বাংলা বলার দক্ষতার ঝলকও দেখিয়েছেন অভিনেতা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক প্রসঙ্গে বলিউড অভিনেতা বলেন, “আমি খুব নার্ভাস। এটা একটা গুরুদায়িত্ব। তবে হ্যাঁ কাজটা খুব ভালোভাবেই হবে বলে আশাবাদী। আমরা সবাই এই বায়োপিকের জন্য উচ্ছ্বসিত।” জুলাই মাসেই ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকের শুটিং শুরু হওয়ার কথা, তার প্রাক্কালেই বাংলা ভাষায় পারদর্শীতা দেখিয়ে ছক্কা হাঁকালেন রাজকুমার রাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.