সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকুমার রাও এবং পত্রলেখা পলের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। লক্ষ্মীবারেই সুখবর দিয়েছিলেন তারকাদম্পতি। বিয়ের সাড়ে তিন বছরের মাথায় মা-বাবা হতে চলেছেন তাঁরা। জীবনের এই নতুন ইনিংস নিয়ে কী উপলব্ধি ‘পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায়ে’র? এবার সেই উপলক্ষেই মুখ খুললেন অভিনেতা।
বিগত ১৫ বছর ধরে একসঙ্গে রয়েছেন রাজকুমার-পত্রলেখা। তারকাদের ঘুণ ধরা দাম্পত্যের কেচ্ছায় তারকাজুটি বরাবরই তাঁদের ব্যক্তিগত জীবনের লাইমলাইটের অন্তরালে রেখেছেন। আর পাঁচজন সেলেবদের মতো পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে তাঁদের দেখা গেলেও রাজকুমার-পত্রলেখার দাম্পত্য নিয়ে এযাবৎকাল কোনও নেতিবাচক চর্চা শোনা যায়নি। এবার মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। কেমন অনুভূতি? বৃহস্পতিবার দিনভর শুভেচ্ছার জোয়ারে থাকার পর শুক্রবার মুখ খুললেন উচ্ছ্বসিত অভিনেতা।
এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজকুমার রাও জানালেন, “সত্যি বলতে কী, আমরা ভীষণ রোমাঞ্চিত। আমাদের অনেক বন্ধুবান্ধব, যাঁরা ইতিমধ্যেই বাবা-মা হয়েছেন, তাঁরাই আমাদের বলছেন যে, এটি তোমাদের জীবনের সেরা অধ্যায় হতে চলেছে। আমরা এখন সন্তানের অপেক্ষায় রয়েছি। আর সেই খুশিতে ডুবে রয়েছি।” এরপরই হাসিমুখে অভিনেতার সংযোজন, “আমাদের কাছে প্রতিটা দিনই নতুন। আমরা একে-অপরকে প্রায় ১৫ বছর ধরে চিনি। একসঙ্গে বড় হলাম, বললেও অত্যুক্তি হবে না। তাই এখনও এই বিষয়টা ভেবেই আমাদের মাঝেমধ্যে মনে হচ্ছে, আরে হচ্ছেটা কী! আমরা মা-বাবা হতে চলেছি। দারুণ একটা অনুভূতি।”
সম্প্রতি পত্রলেখাকে নিয়ে নিউজিল্যান্ড গিয়েছিলেন রাজকুমার। সেদেশের পর্যটন শিল্পের হয়ে প্রচার করতেই অবশ্য সেই সফর, তবে অভিনেতা উচ্ছ্বসিত এটা ভেবে যে, এই ট্যুর তাঁদের সন্তানের প্রথম ভ্রমণের অভিজ্ঞতা। মালিক অভিনেতার মন্তব্য, “ঘুরতে তো এর আগেও গিয়েছি বহুবার। কিন্তু গর্ভস্থ সন্তানের জন্য এটা আমাদের কাছে স্পেশাল হয়ে রইল।” সেই অনুষ্ঠানেই গুরুপূর্ণিমা উপলক্ষে আরেকটি কথা ফাঁস করলেন অভিনেতা। রাজকুমার বললেন, “ছোটবেলায় দু’ তিন বছর খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেই সময়ে শিক্ষকদের অনেকে আমার মাসমাইনের খরচ দিতেন। আমার একজন গুরু ছিলেন না। অনেকজন রয়েছেন সেই তালিকায়। যাঁদের দেওয়া পাঠ আমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.