Advertisement
Advertisement
Rakesh Roshan

হাসপাতালে রাকেশ রোশন, আচমকাই কী হল হৃতিকের বাবার?

রাকেশের অসুস্থতার কথা নিশ্চিত করেছেন কন্যা সুনয়না রোশন।

Rakesh Roshan Undergoes Neck Angioplasty
Published by: Sandipta Bhanja
  • Posted:July 19, 2025 11:33 am
  • Updated:July 19, 2025 11:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি রাকেশ রোশন। বলিউড মাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের ‘সেলিব্রিটি হাসপাতাল’ কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে রয়েছেন বলিউডের প্রবীণ পরিচালক। ইতিমধ্যেই রাকেশের অসুস্থতার কথা কন্যা সুনয়না নিশ্চিত করেছেন। তবে হৃতিক রোশনের তরফে এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

আচমকাই কেন হাসপাতালে ভর্তি হতে হল রাকেশ রোশনকে? জানা গিয়েছে, দিন কয়েক ধরেই অসুস্থ প্রবীণ পরিচালক। তবে বুধবার, ১৬ জুন তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। মেয়ে সুনয়না রোশন বলিউড সংবাদমাধ্যমের কাছে এইখবর নিশ্চিত করেছেন। ঠিক কী হয়েছে রাকেশের? সুনয়না জানিয়েছেন, বাবার সদ্য নেক অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। আপাতত সুস্থতার পথে প্রবীণ পরিচালক। চিন্তার কোনও কারণ নেই বটে, তবে দিন কয়েক চিকিৎসকদের পরামর্শমতো কড়া পর্যবেক্ষণে থাকতে হবে।

ঘনিষ্ঠ সূত্রে খবর, রোশন পরিবার আপাতত রাকেশের সুস্থ হয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছে। মাঝেমধ্যেই হাসপাতালে গিয়ে বাবাকে দেখে আসছেন হৃতিক রোশন। বলিউড সুপারস্টারের সঙ্গে হাসপাতালে নিয়ম করে থাকছেন প্রেমিকা সাবা আজাদ এবং দিদি সুনয়না রোশন। জানা গিয়েছে, রাকেশ রোশনকে ইতিমধ্যেই আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরেই পুত্র হৃতিক রোশনের পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার ঘোষণা করেছিলেন রাকেশ রোশন। বাবার দেখানো পথেই পরিচালনার খুঁটিনাটি রপ্ত করেছেন সুপারস্টার। এবার ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার শুটিং শুরু হওয়ার অপেক্ষা। তবে তার প্রাক্কালেই হাসপাতালে রাকেশ রোশন। যিনি বলিউডকে ‘করণ অর্জুন’, ‘কহো না প্যায়ার হ্যায়’, ‘কোই মিল গ্যয়া’, ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement