Advertisement
Advertisement
Rakhi Sawant

ক্যানসারে আক্রান্ত রাখি সাওয়ান্ত! দুশ্চিন্তার কথা শোনালেন প্রাক্তন স্বামী

ভাইরাল হয়েছে রাখির হাসপাতালের ছবিও।

Rakhi Sawant Has Tumour In Uterus, Doctors Suspect Cancer
Published by: Akash Misra
  • Posted:May 16, 2024 10:03 am
  • Updated:May 16, 2024 10:04 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার হৃদপিণ্ডে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাখি। জানা গিয়েছিল, হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় অভিনেত্রী। তার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাখির যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রাখি। রাখি সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় শুয়ে আছেন। একটি আঙুলে অক্সিমিটার এবং অন্য হাতে স্যালাইনের নল লাগানো। আর এবার নতুন খবর রাখির জড়ায়ুতে টিউমার ধরা পড়েছে। শুধু তাই নয়, চিকিৎসকরা মনে করছেন, রাখি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তবে এখনও কয়েকটি পরীক্ষা করা বাকি। তারপরেই চিকিৎসকরা ক্যানসারের বিষয়ে নিশ্চিত হবেন।

Advertisement

সম্প্রতি এই দুশ্চিন্তার কথাই সংবাদমাধ্যমে জানালেন রাখির প্রাক্তন স্বামী রীতেশ। রীতেশ জানিয়েছেন, ”বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। অনেকেই মনে করেছিলেন রাখি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসকদের কথায়, রাখির জড়ায়ুতে টিউমার হয়েছে। এমনকী, চিকিৎসকরা ক্যানসারের সম্ভাবনার কথাও বলেছেন। দয়া করে রাখির জন্য প্রার্থনা করুন।” এই রীতেশের সঙ্গেই বহুদিন সম্পর্কে ছিলেন রাখি। শোনা গিয়েছিল, রীতেশকে বিয়েও করেছিলেন। এমনকী, এই রীতেশকে নিয়ে বিগ বসে এসেছিলেন রাখি।

অন্যদিকে, গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ডানকুনিতে বামেদের ভোটপ্রচারে শ্রীলেখা, দীর্ঘ অপেক্ষার পর রাতে মিলল দীপ্সিতার দেখা]

এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাখি আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। জানান, তাঁর জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছ’মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। পায়ুকাম পর্যন্ত করেছে।

রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তাঁর একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এরপরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, “এই দেখুন ৪৭ লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।” নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি।

এর আগে আদিল বলেছিলেন, “রাখির মতো মহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। সংবিধানে নারীসুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।” আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাঁকে নিকাহ করেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আদিলের থেকে সাত বছরের বড়। কিন্তু আদিলের দাবি তিনি রাখির থেকে ১৯ বছরের ছোট। ভিডিও কল সেশনে রাখি তাঁর নগ্ন ভিডিও শুট করেছিল বলেও অভিযোগ আনেন আদিল।

[আরও পড়ুন: ‘ভাষা হারিয়ে’ কেশপুরে ভোটপ্রচারে ট্রোলড হিরণ! ক্ষমা চেয়ে কী বললেন বিজেপি প্রার্থী?]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ