Advertisement
Advertisement
Raktabeej 2

কোথায় মুনির আলম? আবারও অপরাধীর খোঁজে পঙ্কজ-সংযুক্তা, পুজোয় ফিরছে গেমচেঞ্জার ‘রক্তবীজ ২’

কবে মুক্তি পাবে ছবিটি?

Raktabeej 2 anouncement teaser out now
Published by: Arani Bhattacharya
  • Posted:July 23, 2025 10:25 am
  • Updated:July 23, 2025 3:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রথের দিন থেকে শুরু হয়েছে এই পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এর বিভিন্ন চরিত্রদের লুক প্রকাশ্যে আসা। যদিও অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছিল বহু দিন আগে থেকেই। ছবির মুখ্য চরিত্রদের লুক প্রকাশ্যে আসার পর এবার প্রকাশ্যে এল ছবির অ্যানাউন্সমেন্ট টিজার। যা দেখে রীতিমতো পারদ চড়ছে এই ছবির অপেক্ষায় থাকা দর্শকের।

Advertisement

বুধ সকালে দর্শককে বড়সড় চমক দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ‘রক্তবীজ ২’-এর অ্যানাউন্সমেন্ট টিজারে রয়েছে একাধিক চমক। টিজারের শুরুতেই বোঝা যাচ্ছে মুনির আলমের জন্য চলছে চিরুনি তল্লাশি। অন্যদিকে এক গমগমে কণ্ঠস্বর যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, “মুনিরকে মারতে পারবি না। তোরা এক মুনিরকে মারছিস। আরও হাজার মুনির আসবে।” টানটান টিজারের পরতে পরতে রয়েছে অ্যাডভেঞ্চার। দুঁদে পুলিশ অফিসার পঙ্কজ সিংহ চরিত্রে আবির চট্টোপাধ্যায় খোঁজ চালাচ্ছেন মুনির আলমের। এখান থেকে কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে, এবার হয়তো মুনির আলমকে ঘিরেই আবর্তিত হতে পারে ছবির গল্প। অফিসার পঙ্কজ সিংহের সঙ্গে মুনিরকে খুঁজতে ময়দানে নেমেছেন এসপি সংযুক্তাও। অন্যদিকে কয়েক ঝলক দেখা যাচ্ছে নুসরত জাহান ও কৌশানী মুখোপাধ্যায়কেও। আর থাইল্যান্ডের সমুদ্রতটে নীল বিকিনিতে নজর কেড়েছেন ছবির ‘সংযুক্তা’ মিমি।এদিকে অনিমেষ চরিত্রে আগের মতোই দেখা যাচ্ছে ভিক্টর বন্দ্যোপাধায়কে। ছবিতে থাকছেন অঙ্কুশ হাজরাও। তবে পুজোর এই ছবি মুক্তির দিনক্ষণ এখনও জানানো হয়নি টিমের তরফে। 

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুলপ্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিক্যুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার ‘হিট মেশিন’ পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকে। প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন সারপ্রাইজ দেন, সেটাই দেখার। 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ