সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রথ টানলেই দুর্গা আসে’, তবে এক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তবে রথ টানলে শুধু পুজো না পুজোর ছবিও আসে। ভাবছেন এর অর্থ কী? আসলে ২০২৫ সালের পুজোয় প্রত্যাবর্তন ঘটতে চলেছে পর্দার দুঁদে পুলিশ অফিসার পঙ্কজ সিংহের। অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছে বহুদিন আগেই। তবে এবার বলা যায় অফিশিয়ালি সেই কাউন্টডাউন শুরু হল।
কারণ রথের রশিতে টান পড়া মানেই পুজোর দিনগোনা শুরু হয়ে যায়। আর সেই রথের দিনেই প্রকাশ্যে এল উইন্ডোজের এই পুজোর ছবি ‘রক্তবীজ ২’র (Raktabeej 2) প্রথম মোশন পোস্টার। সে পোস্টার দেখে বোঝাই যাচ্ছে যে, আগের অবতারেই ফিরছেন পঙ্কজ সিংহ। আর সেখানেই দেখা যাচ্ছে পঙ্কজ সিংহ চরিত্রে আবির চট্টোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’ ছবিতে ফার্স্টলুক। দুষ্টের দমন আর শিষ্টের পালনই তাঁর ধর্ম। তাঁর জায়গা থেকে তাঁকে কেউ নড়াতে পারে না। তিনি দায়িত্বে ও কর্তব্যে অবিচল। পোস্টারে তাঁকে দেখা যাচ্ছে সেই আগের লুকে, বন্দুক হাতে। এবং মোশন পোস্টারে শোনা যাচ্ছে রক্তগরম করা এক আবহ।
এই ছবির হাত ধরেই দর্শককে একাধিক চমক দেবেন শিবপ্রসাদ-নন্দিতা। সংযোজন ঘটেছে বহু নতুন চরিত্রের। সম্প্রতি ‘রক্তবীজ ২’ছবির গানের শুটিং করতে ছবির টিম উড়ে গিয়েছিল থাইল্যান্ডে। অন্যদিকে ছবির পঙ্কজ ও সংযুক্তা অর্থাৎ মিমি চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায়কে ফের পর্দায় দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শক। ছবিতে থাকবেন এবার কৌশানী মুখোপাধ্যায়ও। অঙ্কুশের বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.