Advertisement
Advertisement
Raktabeej 2

কম শো, তবু দাপট সর্বত্র! পুজোয় সব ছবিকে পিছনে ফেলে শীর্ষে ‘রক্তবীজ ২’

পুজোর ছবির দৌড়ে লম্বা রেসের ঘোড়ার মতোই ছুটছে 'রক্তবীজ ২'।

Raktabeej 2 hit box office as puja release
Published by: Arani Bhattacharya
  • Posted:September 28, 2025 12:39 pm
  • Updated:September 28, 2025 12:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় বাংলা ছবির রমরমা। প্রেক্ষাগৃহে একের পর এক নানা স্বাদের বাংলা ছবি ঘিরে দর্শকের উন্মাদনার অন্ত নেই। ২৫ সেপ্টেম্বর বড় পর্দায় সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবি ইতিমধ্যেই দর্শক দেখতে হল ভরিয়েছেন।পুজোর অন্যান্য ছবির তুলনায় ‘রক্তবীজ ২’ পেয়েছে কম শো। বরং তার তুলনায় শো-এর দৌড়ে এগিয়ে রয়েছে টলিউডের হিট পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি। কিন্তু তা সত্ত্বেও পুজোর অন্য ছবিগুলিকে হারিয়ে, পুজোর ছবির দৌড়ে লম্বা রেসের ঘোড়ার মতোই ছুটছে ‘রক্তবীজ ২’।

Advertisement

কম শো পাওয়ার পরও বক্স অফিসে এখনও পর্যন্ত যে ফলাফল ‘রক্তবীজ ২’-এর তা নির্মাতাদের রীতিমতো মন ভালো করে দিচ্ছে। মহাপঞ্চমীতে অর্থাৎ ছবি মুক্তির দ্বিতীয় দিনে সকাল ১০টার মধ্যেই ৩৫টিরও বেশি শো সম্পূর্ণ হাউসফুল হয়ে যায়। তৃতীয় দিনে যে হাউসফুল শোর সংখ্যা প্রথম দিনের তুলনায় কয়েকগুণ হবে তা আশা করছেন বাংলা ছবির দর্শক। পুজোর আরও এক ছবি ‘রঘু ডাকাত’-এর তুলনায় কম সংখ্যক শো পাওয়া সত্ত্বেও ছবির কনটেন্ট ও দর্শকের ভালোবাসায় বলে বলে গোল দিয়ে এগিয়ে যাচ্ছে শিবু-নন্দিতার ছবি। ছবিটি তাকে দিচ্ছে কঠিন টক্কর।

বিশেষজ্ঞ মহল বলছেন, এভাবে ঝোড়ো ব্যাটিং করতে থাকলে পুজোয় বাংলা ছবির ইতিহাসে এক নতুন মাইলফলক তৈরি হবে এই ছবির হাত ধরে। উল্লেখ্য, প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠবে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। জানা যায়, নড়াইলের ভদ্রবিলার চাঁচড়া গ্রামের ঘোষবাড়িতে রাধা-গোবিন্দ মন্দির, ঘাটবাঁধানো পুকুর, বড় দালান, এমন পরিবেশেই শৈশবের বছর পাঁচেক কাটিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রাদেবী। সেই জামাই আপ্যায়ণের ঝলক দেখা যাবে ‘রক্তবীজ ২’ ছবিতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ