Advertisement
Advertisement
Raktabeej 2

বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয়স্তরে মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’, ‘টক্কর’ হবে ‘কান্তারা ১’-এর সঙ্গে!

জাতীয়স্তরে কবে মুক্তি পাচ্ছে শিবু-নন্দিতার 'রক্তবীজ ২'?

Raktabeej 2 will release nationally on Dussehra
Published by: Sandipta Bhanja
  • Posted:September 26, 2025 5:23 pm
  • Updated:September 26, 2025 5:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশ, চব্বিশের পুজোর বক্স অফিসের খেলা ঘুরিয়ে এবার ছাব্বিশ সালের পুজো রিলিজের ভিড়েও ‘গেমচেঞ্জার’ ‘রক্তবীজ ২’! বৃহস্পতিবার মুক্তিপ্রাপ্ত সিনেমা ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছে। চার-চারটি পুজো রিলিজের ভিড়ে দ্বিতীয় দিনেও কলকাতা, শহরতলী থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শো হাউসফুল। ‘রক্তবীজ’-এর মতো সিক্যুয়েলও যে বক্স অফিসে বিজয়রথ ছো়টাবে, সেই বিষয়ে আশাবাদী সিনেসমালোচকরাও। খবর, এবার বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয়স্তরে মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’।

Advertisement

প্রসঙ্গত, উইন্ডোজ-এর ‘রক্তবীজ’, ‘বহুরূপী’ও এর আগে জাতীয়স্তরে প্রশংসা কুড়িয়েছিল। এমনকী বিদেশের স্ক্রিনিংয়েও আন্তর্জাতিক দর্শকমহলে সাড়া ফেলেছিল ‘রক্তবীজ’। এবার সেপথে হেঁটেই গোটা দেশে মুক্তি পাচ্ছে সিক্যুয়েল। কবে? প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করে জানা গেল, ‘দশেরা’র দিন জাতীয়স্তরে রিলিজ করবে ‘রক্তবীজ ২’। জাতীয়স্তরে রিলিজের জন্যেও নবরাত্রির মরশুমকেই বেছে নিয়েছেন নির্মাতারা। আর দশেরা মানেই রাবণবধ। এই সিনেমা যেমন সন্ত্রাস নামক ‘অসুরবধে’র কথা বলে, তেমনই ‘রক্তবীজ ২’ মুক্তির দিন হিসেবে দশেরাকেই বেছে নিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ।

উল্লেখ্য, ২ অক্টোবর, ওই একই দিনে গোটা দেশে সাতটি ভাষায় মুক্তি পাচ্ছে ঋষভ শেট্টির ‘কান্তারা আ লেজেন্ড: চ্যাপ্টার ওয়ান’। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালমের পাশাপাশি হিন্দি, বাংলা এবং ইংরেজি ভাষাতেও মুক্তি পাচ্ছে এই সিনেমা। অতঃপর বাংলা ছবির সঙ্গে দক্ষিণী ছবির জোড় টক্কর হবে, তা বলাই বাহুল্য!

‘রক্তবীজ ২’-এর হাউসফুল শো নিয়ে সম্প্রতি অঙ্কুশ জানিয়েছেন, “মানুষের মনে ‘রক্তবীজ ২’ নিয়ে এত উত্তেজনা, কৌতূহল দেখে খুবই ভালো লাগছে। এবং অগ্রীম বুকিং খুলে যাওয়ায় বেশকিছু মানুষ ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছে। খুবই আশাবাদী আমার। আরও যেটা ভালো লাগল সেটা হচ্ছে, বুক মাই শো খুলে দেখছিলাম, ষষ্ঠীর টিকিটও দর্শকরা এখন থেকেই কেটে ফেলছেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ