সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোনেশিয়ায় ইতিহাস গড়তে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’। কীভাবে? এই প্রথম কোনও বাংলা সিনেমার স্ক্রিনিং হচ্ছে সেখানে। আর তা হল ‘রক্তবীজ’ (Raktabeej)। হ্যাঁ, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর সিনেমার হাত ধরেই টলিউড প্রবেশ করছে ভারত ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী দ্বীপরাষ্ট্রে।
এবার উৎসবের মরসুমে দাপিয়ে ব্যাটিং করছে টলিউড ব্রিগেড। একসঙ্গে চার-চারটি সিনেমা (বাঘা যতীন, দশম অবতার, রক্তবীজ ও জঙ্গলে মিতিন মাসি) মুক্তি পেয়েছে। এর মধ্যেই দর্শকদের ভালোবাসাকে বুকে আঁকড়ে ‘রক্তবীজ’-এর বিজয়রথ ছুটিয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যে ছবি গত ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে তা দেখতে আজও সিনেমা হলে ভিড় করছেন মানুষ। দেশের পাশাপাশি বিদেশেও ‘রক্তবীজ’ রমরমিয়ে চলছে।
গত রবিবারও সিডনির হয়টাস ব্ল্যাকটাউনে ‘রক্তবীজ’-এর শো হাউসফুল ছিল। ভিক্টর-আবির-মিমিদের টানে সিনেমা হলে এসেছেন দর্শকরা। ছবি দেখে মুগ্ধ হয়েছেন সকলে। শুধু তাই নয় ষষ্ঠ সপ্তাহেও কলকাতায় রমরমিয়ে চলছে ‘রক্তবীজ’। ইন্দোনেশিয়ার কুয়ালালামপুরে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবির স্ক্রিনিং হবে আগামী ১১ ডিসেম্বর।
উল্লেখ্য, নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত এই ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই কৌতূহল ছিল তুঙ্গে। প্রতিবারের মতো এবারও যে টলিউডের ‘হিট মেশিন’ জুটি বাজিমাত করতে চলেছেন, তা বেশ আন্দাজ করা গিয়েছিল। IMDB-র মতো সাইটের রেটিং চার্টেও তিন নম্বর স্থান দখল করে নেয় এই সিনেমা। ব্যবসার অঙ্কও বেশ ভালো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.