ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাখচিত বিয়ের আসরে সাত পাকে বাঁধা পড়লেন রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। বুধবার সকাল থেকেই গোয়ার সৈকতে চাঁদের হাট। উপলক্ষ রাকুল-জ্যাকির বিয়ে। শিখ রীতিতে সাত সকালে আনন্দকরজ হওয়ার পর দুপুরে সিন্ধি মতে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের তারকাজুটি (Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding)।
নীল আভায় ফুলের সাজে মাখানো এক ছিমছাম অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, বলিউডের সহকর্মী এবং পরিবার পরিজনদের সাক্ষী রেখেই একসঙ্গে জীবন কাটানোর অঙ্গীকার বদ্ধ হলেন রাকুলপ্রীত-জ্যাকি। বিয়ের আসর মেতে উঠেছিল শাহরুখ খানের গানে। বুধবার সকালেই রাকুলপ্রীতের চুড়া সেরিমনি হয়েছে। দুপুর সাড়ে ৩টেয় ছাদনাতলায় সাত পাক ঘোরার কথা ছিল। নির্ধারিত সময়েই দক্ষিণ গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলে মালাবদল, সিঁদুরদান হল সকলের উপস্থিতিতে। সন্ধেয় বলিউডের বন্ধুবান্ধব ও অতিথিদের জন্য সেই বিলাসবহুল হোটেলে এলাহি রিসেপশনের আয়োজন রয়েছে। তবে বিয়ের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা।
কড়া নিরাপত্তা রয়েছে বিয়ের ভেন্যুতে। সূত্রের খবর, ফিল্মি কায়দাতেই বিয়ে সেরেছেন রাকুল ও জ্যাকি। এমনকী, বিয়ের মণ্ডপে বেজে চলেছে বলিউড ছবির গান। মঙ্গলবার সন্ধেয় সঙ্গীতের অনুষ্ঠানও জমে উঠেছিল। নেচে-গেয়ে আসর মাতিয়েছেন শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা। ভূমি পেড়নেকরও পারফর্ম করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.