Advertisement
Advertisement

Breaking News

Ram Charan

জিতেছিলেন অস্কার, এখন ধোসা বানাচ্ছেন দক্ষিণী সুপারস্টার রামচরণ!

এই ভিডিও দেখেছেন?

Ram Charan makes dosa, Wife Upasana shares video | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 14, 2024 7:00 pm
  • Updated:January 14, 2024 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। ‘আর আর আর’ ছবির কল্য়াণে এখন গোটা দুনিয়া একনামে চেনেন রামচরণকে (Ram Charan)। তেইশের অস্কার মঞ্চে নাটু নাটু পারফর্ম করে পশ্চিমী বিনোদুনিয়াকেও তাক লাগিয়ে দিয়েছিলেন রামচরণ। আপ সেই সুপারস্টাকেই এবার দেখা গেল ধোসা বানাতে। যে ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড়।

অস্কারপ্রাপ্ত দক্ষিণী সুপারস্টার কিনা ধোসা বানাচ্ছেন? ভাবতেই পারছেন না ভক্তরা। কিন্তু কেন? রামচরণের এই ভিডিও স্ত্রী উপাসনাই শেয়ার করেছেন। আসলে পরিবারের সঙ্গে মকর সংক্রান্তি উদযাপনে ব্যস্ত দক্ষিণী তারকা। পারিবারিক মধ্যাহ্নভোজে এলাহি আয়োজন। বিরিয়ানি, মাংস, ধোসা কী নেই? রামচরণকে ধোসা তৈরির ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য শাশুড়ি সুরেখাকে ধন্যবাদও জানিয়েছেন উপসনা।

[আরও: আমির খানের মেয়ে ইরার রিসেপশনে গিয়েও ‘জয় শ্রীরাম’ ধ্বনি কঙ্গনার, তারপর?]

রামচরণপত্নীর শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা গেল, সুপারস্টার অভিনেতার মা সুরেখাকেও ধোসা বানাতে। কাজের অবসরে আদ্যোপান্ত পারিবারিক মেজাজে অভিনেতা। রামচরণ-উপসনার ছোট্ট রাজকন্যে ক্লিন কারা কোনিডেলার ঝলকও মিলেছে। তবে রামচরণের ধোসা তৈরির ভিডিও এখন ‘টক অফ দ্য টাউন’।

[আরও: ইরার রিসেপশনেও ‘ডিরেক্টর’ আমির খান, মেয়ে-জামাইকে পোজ শেখালেন ‘সুপারস্টার শ্বশুর’!]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement