সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার বিকেল থেকেই নেটপাড়া সরগরম। ‘ওয়ার ২’ সিনেমার টিজার নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি লাইমলাইটে কিয়ারা আডবানির বিকিনি লুক। বলা ভালো, হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের থেকে সমস্ত লাইমলাইট সরে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে কিয়ারা (Kiara Advani)। তাঁর বিকিনি লুক এককথায় ঝড় তুলে দিয়েছে আসমুদ্রহিমাচলে! আর সেই লুক দেখেই বেলাগাম রামগোপাল ভার্মা (Ram Gopal Varma)। নায়িকার ‘মাখন শরীর’, নিতম্বের ছবি দেখিয়ে যৌনগন্ধী মন্তব্য করে ফেলেন। আর পরিচালকের সেই পোস্ট ঘিরেই বিতর্ক তুঙ্গে। নেটপাড়ায় নিন্দার ঝড়! কী এমন লিখেছিলেন রামগোপাল?
‘ওয়ার ২’ সিনেমার ঝলক (War 2 Teaser) থেকে কিয়ারা আডবানির বিকিনি লুক শেয়ার করে রামগোপাল লেখেন, “দেশ কিংবা সমাজ নিয়ে নয়, হৃতিক রোশন আর জুনিয়র এনটিআরের যুদ্ধ বোধহয় কিয়ারা আডবানির নিতম্ব নিয়ে! তারপর ব্যাকবাস্টার (ব্যঙ্গ করে) হবে!” এক্স হ্যান্ডেলে রামগোপালের এমন পোস্ট দেখে শোরগোল শুরু হয়ে যায়। পরিচালককে একযোগে বিঁধেছেন সকলে। কারও মন্তব্য, ‘এত কুৎসিত মন্তব্য করতে লজ্জা লাগল না?’ কারও বা আশঙ্কা, ‘একটা মানুষ যদি প্রকাশ্যেই এমন কথা বলতে পারে, তাহলে ব্যক্তিগতজীবনে কতটা নোংরা লোক উনি!’ কেউ বা ‘বুড়োর ভিমরতি’ বলে কটাক্ষ করতেও ছাড়লেন না। আবার কারও মন্তব্য, ‘এটাই তো রামগোপাল ভার্মা। সবসময়ে কুৎসিত মন্তব্য করেন।’
কিয়ারাকে দেখে এমন যৌনগন্ধী মন্তব্য করায় রামগোপালকে ছেড়ে কথা বলেননি নায়িকার ভক্তমহলও। শেষমেশ বিতর্কে পড়ে পোস্ট মুছতে বাধ্য হলেন রামগোপাল ভার্মা। উল্লেখ্য, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরেই সিনেপ্রেমীদের মধ্যে কৌতূহল হয়েছে। আর মঙ্গলবার সেই ছবির পয়লা ঝলক প্রকাশ্যে এনে নেটপাড়ায় ঝড় তুলে দিলেন তিনি। আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ওয়ার ২’।
by in
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.