Advertisement
Advertisement
Ram Navami

রুদ্রনীলের রামনবমী, রাজের অন্নপূর্ণা, বাসন্তী পুজোয় সোহম, উৎসবে মাতল টলিপাড়া

উৎসবের মেজাজে রাজ-শুভশ্রী-সোহমরা।

Ram navami: Tollywood celebs are in mood of celebration

ছবি ইনস্টাগ্রাম

Published by: Manasi Nath
  • Posted:April 6, 2025 1:48 pm
  • Updated:April 6, 2025 8:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে পালিত হচ্ছে রামনবমী। উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টলি সেলেবরা কেউ বা ব্যস্ত রামনবমীতে ত কারো ব্যস্ততা ধরা পড়লো অন্য কোথাও।

Advertisement

রামনবমী উপলক্ষে নিজের সোশাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। নিজের পোশটে সবাইকে উৎসবে মেতে ওঠার আহ্বান জানিয়েছেন।

 

অন্যদিকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী স্ত্রী অভিনেত্রী শুভশ্রী ও দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে নিজের বাড়িতে অন্নপূর্ণা পুজোয় মেতে উঠেছেন। গতকাল, শনিবার বাড়িতে অন্নপূর্ণা পুজো করেছেন এই সেলিব্রিটি দম্পতি। আজ, রবিবার রামনবমীর আবহে তাঁদের বাড়িতে অন্নপুর্ণা পুজোর উৎসবের আমেজ রয়ে গিয়েছে। সোশাল মিডিয়ায় বাড়ির পুজোর ছবি ও ভিডিও শেয়ার করেছেন রাজ-শুভশ্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

আরেক অভিনেতা সোহম চক্রবর্তী রামনবমী আবহে পৌঁছে গিয়েছিলেন চন্ডীপুর বিধানসভার অন্তর্গত দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের ও বরাহচন্ডী নবান্ন সংঘের বাসন্তী পুজোয়। সেই ছবি অভিনেতা ভাগ করে নিয়েছেন নিজের সোশাল মিডিয়া পেজে। বলাই যায়,গোটা দেশের সঙ্গে বাংলার সেলিব্রিটি তারকারাও এখন রয়েছেন উৎসবের মেজাজে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ