Advertisement
Advertisement
Ramayana

১৬০০ কোটি নয়, বাজেট ৪০০০ কোটি! দেশের সবচেয়ে মহার্ঘ ছবি হতে চলেছে রণবীরের ‘রামায়ণ’

বিপুল অঙ্কের অর্থের উৎস নিয়ে বিতর্ক হতেই জবাব দিলেন প্রযোজক।

Ramayana Becomes India’s Costliest Film At Rs 4000 Crore
Published by: Arani Bhattacharya
  • Posted:July 16, 2025 2:48 pm
  • Updated:July 20, 2025 4:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চলেছে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল অভিনীত ‘রামায়ণ’। কারণ ছবির অবিশ্বাস্য, আকাশছোঁয়া বাজেট। সব কিছু ঠিক চললে আগামী বছর দিওয়ালিতে মুক্তি পেতে চলা ‘রামায়ণ’-এর বাজেট হতে চলেছে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৪,০০০ কোটি টাকা। দেশের ইতিহাসে ইতিপূর্বে এত বেশি বাজেটে কোনও ছবি তৈরি হয়নি। সুতরাং, সে দিক থেকে দেখতে গেলে রণবীর কাপুরের ‘রামায়ণ’ই হতে চলেছে ভারতীয় সিনেমার মহার্ঘতম ছবি। সবচেয়ে বেশি বাজেটের ছবি। এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা। প্রসঙ্গত উল্লেখ্য, ছবিটি মুক্তি পাবে দু’টি ভাগে। প্রথমটি মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে। ছবির পরিচালক নীতীশ তিওয়ারি।

Advertisement

ছবির প্রাইম ফোকাস সংস্থার সিইও নমিত ইতিপূর্বে যুক্ত ছিলেন হলিউডের একাধিক বিগ বাজেটের ছবির সঙ্গে। যেমন ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘ডিউন’ প্রভৃতি। তবে ছোটবেলায় ‘জুরাসিক পার্ক’ ছবিটি বড়পর্দায় দেখার পর থেকেই নমিতের ইচ্ছা ছিল, এমনই চোখ-ধাঁধানো ‘ভিজ্যুয়াল এফেক্টস’-সহ, বড় বাজেটের ছবি এদেশের মাটিতে তৈরি করার। আর তাঁর মতে, সেই সাধ পূর্ণ কাহিনি আর হয় না। এই ছবির বাজেট নিয়ে নানারকম জল্পনা চলছিলই। শোনা গিয়েছিল যে, রণবীরের এই ছবির বাজেট নাকি ১৬০০ কোটি টাকা। এবার জানা যাচ্ছে এই ছবির বাজেট ৪০০০ কোটি টাকা। কাজেই বোঝা যাচ্ছে রণবীরের এই ছবি ভারতীয় চলচ্চিত্র জগতের মহার্ঘ ছবি হতে চলেছে। 

 

সম্প্রতি ছবি নিয়ে এক সাক্ষাৎকারে প্রযোজক নমিতকে প্রশ্ন করা হয় “এই বিগ বাজেটের ছবির জন্য অর্থসাহায্য কে করছে?” এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,  “এই ছবিতে আমরা নিজেদেরই টাকা ঢালছি। অন্য কারও থেকে নিচ্ছি না। প্রযোজনার দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের। ছ’-সাত বছর আগে যখন ঘোষণা করেছিলাম ‘রামায়ণ’ বানাব, গিয়েছি। এত বিপুল বাজেটে এর তখন মানুষ শুনে বলেছিল, পাগল হয়ে আগে কোনও ভারতীয় ছবি তৈরি হয়নি। আমরা বিশ্বের সবচেয়ে বড় ছবি বানাচ্ছি, সবচেয়ে বড় মহাকাব্য নিয়ে।” উল্লেখ্য, এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল। পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের দেখে তাঁরা অপেক্ষার প্রহর গোনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এই ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর যে তাঁর ফিল্মি কেরিয়ারে একটা নতুন মাইলস্টোন গড়তে চলেছেন, তা এই ঝলক দেখেই বেশ বোঝা গিয়্বেছে। নীতেশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে ‘রামায়ণ’-এ যে একটা বড় চমক অপেক্ষা করছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল।শুধু তাইন নয় ছবির ফার্স্ট লুক দেখিয়ে শোরগোল ফেলে দিয়েছেন ইতিমধ্যেই পরিচালক। বিগ বাজেটের ‘রামায়ণ’ ছবিতে অভিনয় করছেন বলিউডের রণবীর কাপুর, সানি দেওলের পাশাপাশি ‘কেজিএফ’ স্টার যশ, বিজয় সেতুপতি, সাই পল্লবীরা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ