Advertisement
Advertisement
Binodinii

বোস্টনের মাটিতে সম্মানিত হবে রুক্মিণীর বিনোদিনী! গোটা টিমকে ধন্যবাদ আপ্লুত রামকমলের

সুখবর দিলেন খোদ পরিচালক।

ramkamal mukherjee's binodinii win best critics award
Published by: Arani Bhattacharya
  • Posted:September 19, 2025 3:51 pm
  • Updated:September 19, 2025 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের গণ্ডি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে সমাদৃত হবে রুক্মিণীর ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। রাম কমল মুখোপাধ্যায় তাঁর সোশাল মিডিয়া পোস্টে ইতিমধ্যেই জানিয়েছেন সেই খবর।

Advertisement

বোস্টন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এবার সম্মানিত হবে রামকমলের ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। বেস্ট ক্রিটিক্স অ্যাওয়ার্ড পেতে চলেছে এবার রামকমলের ছবি। ইতিমধ্যেই নিজের ছবির এই সাফল্যের কথা সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন পরিচালক নিজে। ছবির অভিনেত্রী ও অভিনেতাদের ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ক্যাপশনে তিনি ধন্যবাদ জানিয়েছেন পর্দার বিনোদিনী’ রুক্মিণী মৈত্র-সহ ছবির গোটা টিমকে। একইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ছবির জুড়ি মেম্বারদের।

 

চলতি বছরের ২৩ জানুয়ারি মুক্তি পায় এই ছবি। থিয়েটারের সম্রাজ্ঞী বিনোদিনী দাসীর জীবনকে পর্দায় তুলে ধরেছিলেন রামকমল। নামভূমিকায় ছিলেন রুক্মিণী মৈত্র। এই ছবির প্রচারে বারবার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রুক্মিণী। রুক্মিণী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর আফসার আলি, রাহুল বোস, চান্দ্রেয়ী ঘোষ-সহ আরও অনেকে। এদিন রামকমলের ওই পোটে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ছবির কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা।

বিনোদিনী চেয়েছিলেন বড় সামান‌্য! গিরিশ ঘোষের সারাজীবনের স্বপ্নকে সফল করতে ধনাঢ‌্য বণিক গুরমুখ রায়ের কাছে নিজেকে বিকিয়ে দেওয়ার বিনিময়ে চেয়েছিলেন সে মঞ্চের নাম হোক তাঁর নামে। সেদিন গিরিশ ঘোষরা যা পারেননি, বঙ্গ রঙ্গমঞ্চের সম্রাজ্ঞীর সেই সাধ দেড়শো বছর পর পূর্ণ করেছেন বাংলার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। স্টার থিয়েটারের নামকরণ হয়েছে নটি বিনোদিনীর নামে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement