Advertisement
Advertisement
Ranbir Kapoor

দিওয়ালির শুভেচ্ছা জানাতেই ধমক রণবীরের! ‘মেয়ে কী শিখবে?’, ‘বেশরম’ অভিনেতাকে প্রশ্ন নেটপাড়ার

ঠিক কী ঘটেছে? দেখুন ভিডিও।

Ranbir Kapoor gets angry at paps asking him to pose, Watch video | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 9, 2023 10:35 am
  • Updated:November 9, 2023 10:38 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফটোশিকারি দেখলেই মেজাজ হারান, বলিউডে এমন তারকাদের সংখ্যা নেহাত কম নয়। পেটের দায়ে ক্যামেরা কাঁধে তাঁদেরও বলিপাড়ার ইতি-উতি ছুটতে হয় হালফিলের হাঁড়ির খবর বের করতে। তবে পাপারাৎজিদের বাড়বাড়ন্ত সহ্য করতে না পেরে ধমক দেওয়া কিংবা কটু কথা বলার ঘটনা আকছাড় ঘটতে থাকে গ্ল্যামার দুনিয়ায়। এবার সেই রকমই এক কাণ্ড ঘটালেন রণবীর কাপুর।

Advertisement

সদ্য মেয়ে রাহার এক বছরের জন্মদিন পালন করেছেন রণবীর-আলিয়া। তাঁদের অন্দরমহল থেকে সেই সেলিব্রেশনের ছবি যখন নেটপাড়ার চর্চায়, এমনকী খুদে রাহাকে আদরে ভরিয়ে দিচ্ছেন সকলে, ঠিক তখনই পাপারাৎজিদের সঙ্গে দুর্ব্যবহার করে সংবাদের শিরোনামে এলেন রণবীর কাপুর।

সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে, রণবীর এক অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন। তখনই পাপারাৎজিরা প্রায় ছেঁকে ধরেন অভিনেতাকে। তাঁকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কেউ কেউ দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজ দেওয়ার আর্জিও জানান। আর সেটা শুনেই মেজাজ হারান রণবীর কাপুর। আরকে পাল্টা বলেন, “কী করব ভাই? কী করব?” এরপরই সোজা গাড়িতে উঠে চলে যান অভিনেতা।

[আরও পড়ুন: ‘প্রেমিকা’ রশ্মিকার বিকৃত ভিডিও দেখে ক্ষুব্ধ বিজয় দেবেরাকোন্দ্রা! বললেন কড়া কথা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

আর সেই ভিডিও দেখেই নেটপাড়ার একাংশ রণবীরের এমন আচরণের নিন্দে করেছে। কারও মন্তব্য, ‘দিওয়ালির শুভেচ্ছাটা অন্তত জানাতেন।’ আবার কারও মন্তব্য, ‘এহেন আচরণ, মেয়ে রাহা কী শিখবে?’ কেউ বা আবার তাঁরই সিনেমার নাম নিয়ে ‘বেশরম’ তকমা সাঁটেন।

[আরও পড়ুন: বন্দুক হাতে রণং দেহি করিনা, রোহিতের ‘সিংহম এগেইন’ হিট করানোর ফর্মুলা ফাঁস বেবোর!]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ