সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিশোর কুমারের বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরেই বলিউডে নানা জল্পনা। কখনও সিনেমার কাস্টিংয়ের জন্য চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে, তো আবার কখনও বা কিংবদন্তি গায়কের পারিবারিক আপত্তি কথা শোনা গিয়েছে। কেন স্বপ্নের এই প্রজেক্টে হাত দেওয়া হল না অনুরাগ বসুর? সম্প্রতি এপ্রসঙ্গে মুখ খুলেছেন পরিচালক।
আসলে কিশোর কুমারের বায়োপিকের জন্য অনুরাগ যে রণবীর কাপুরের কথা ভেবেছিলেন, সেটা আগেই জানা গিয়েছিল। তার পর অজ্ঞাতকারণে সেই সিনেমার কাজ এগোয়নি। এর মাঝেই কিশোরপুত্র অমিত কুমারকে খানিক বেসুরো শোনায়। কারণ তিনি জানিয়েছিলেন, “বাবার বায়োপিক তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। তাই সেই চেষ্টাই করা উচিত নয়। বাবার মতো কেউ অভিনয় করতে পারবেন না। এমনকী কেউ তাঁর মতো হতেও পারবেন না।” যদিও এসব কারণেই অনুরাগ বসুর ফ্রেমে রণবীর কাপুরের কিশোর হয়ে ওঠা হয়নি, এমনটা নয়! তাহলে নেপথ্যে কোন কারণ?
সম্প্রতি বিবিসির এক সাক্ষাৎকারে আসল কারণ ফাঁস করেন অনুরাগ বসু। পরিচালকের মন্তব্য, “রণবীরের কাছে তখন দুটো অপশন। আর সেই দুটোর মধ্যে কোনও একটা বেছে নেওয়া ওঁর পক্ষে মারাত্মক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হয় কিশোর কুমারের বায়োপিক, নয়তো নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। কোনটার কাজ শুরু করবে, সেটা ভাবতে গিয়ে বেগ পেতে হয় ওঁকে। তবে এই দুটোর মধ্যে রণবীর রামায়ণকেই বেছে নেয়। আমার মনে হয়, ও সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেদিন।” প্রসঙ্গত, ২০১৭ সালে ‘জগ্গা জাসুস’ ছবিতে শেষবার রণবীর কাপুরের সঙ্গে কাজ করেন অনুরাগ। তার আগে অবশ্য ‘বরফি’ উপহার দিয়ে দর্শকদের মন কেড়েছিলেন। তার পর এতগুলো বছরেও আর কেন রণবীর কাপুরের সঙ্গে কাজ করলেন না পরিচালক? কিশোর কুমারের বায়োপিক ছাড়ার জন্যই? এপ্রসঙ্গে অনুরাগের উত্তর, “আমরা দুজনেই চেষ্টা করেছিলাম আবার একসঙ্গে কাজ করার। কিন্তু হয়ে উঠল না। তাছাড়া রণবীরের হাতে এখন অনেক কাজ। ও পর পর অনেকগুলো সিনেমা করছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.