Advertisement
Advertisement
Ranbir Kapoor

বাবা হয়ে দারুণ খুশি রণবীর, মেয়েকে কোলে নিয়ে অঝোরে কাঁদলেন অভিনেতা

রবিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট।

Ranbir Kapoor welcome their little princess and we are crying tears of joy | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 7, 2022 9:01 pm
  • Updated:November 7, 2022 9:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার মা হলেন আলিয়া ভাট। বাবা হলেন রণবীর কাপুর। সন্তানকে নিয়ে এতদিন ধরে যে স্বপ্ন বুনেছিলেন রণবীর-আলিয়া তা যেন সত্যি হল। কোল আলো করে এল কন্যা সন্তান। মেয়েকে কোলে নিতেই চোখের জল তাই বাঁধ মানল না। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটিয়েছেন রণবীর।

Advertisement

রণবীর ঘনিষ্ঠদের থেকে পাওয়া খবর অনুযায়ী, ছোট্ট মেয়েকে কোলে নিতেই কেঁদে ফেলেছিলেন রণবীর (Ranbir Kapoor)। কিছুতেই নাকি কান্না থামচ্ছিল না তাঁর। তারপর অনেক কষ্টে কান্না থামিয়ে আলিয়াকে নাকি শুভেচ্ছাও জানিয়েছেন রণবীর। সূত্রের খবর অনুযায়ী, আলিয়ার মাথায় চুমু খেয়ে রণবীর নাকি কান্না থামিয়েছেন। রণবীর অবস্থা দেখে নাকি কেঁদে ফেলেছিলেন আলিয়াও। রবিবার সকালেই এইচ এন রিলায়েন্স হাসপাতালে যেতে দেখা যায় আলিয়া ও রণবীরকে। তাতেই শুরু হয়ে গিয়েছিল প্রহর গোনা। বেলা সাড়ে বারোটা নাগাদ জানা যায়, মেয়ের জন্ম দিয়েছেন আলিয়া। তাতেই খুশির হাওয়া বয়ে যায় অনুরাগীমহলে।

[আরও পড়ুন:  বরকে সঙ্গে নিয়ে তুমুল নাচ, হবু মা বিপাশার হল কী?]

গত এপ্রিলে রণবীর ও আলিয়ার বিয়ে হয়। বিয়ের আড়াইমাস পরই সোশ্যাল মিডিয়ায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান আলিয়া। সেই অবস্থাতে শুধু ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচার করেছেন অভিনেত্রী। স্ত্রী সারাক্ষণ নজরে নজরে রেখেছিলেন রণবীর। অক্টোবর মাসের ছয় তারিখ সাধ অনুষ্ঠানের ছবি আপলোড করেছিলেন আলিয়া। তার ঠিক এক মাস পরই সন্তানের জন্মের খবর দিলেন।

[আরও পড়ুন: শেষ ‘পিলু’র অন্তিম পর্বের শুটিং, মনখারাপ করা পোস্ট নায়ক গৌরবের, আবেগঘন নায়িকা মেঘা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement