Advertisement
Advertisement
Randeep Hooda

অর্ধেক টাক, অর্ধেক চুল! হঠাৎ একী সাজে রণদীপ হুডা! নতুন কোনও চমক?

নতুন হেয়ারস্টাইলে অনুরাগীদের দিলেন বড়সড় চমক।

Randeep Hooda's new look soread speculation about upcoming film
Published by: Arani Bhattacharya
  • Posted:June 24, 2025 7:29 pm
  • Updated:June 24, 2025 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন চরিত্রে নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে ভাঙতে ও নতুন নতুন লুকে ধরা দিতে তাঁর জুরি মেলা ভার। তিনি অভিনেতা রণদীপ হুডা। তাঁর অভিনয়ের কোনও তুলনা হয় না। যে চরিত্রতেই তিনি ধরা দেবেন তাতেই তিনি অসামান্য।

এবারও নতুন হেয়ারস্টাইলে অভিনেতা তাঁর অনুরাগীদের দিলেন বড়সড় চমক। মঙ্গলবার হঠাৎই সোশাল মিডিয়ায় নিজের এক অদ্ভূত লুকের ছবি পোস্ট করেন অভিনেতা রণদীপ হুডা। সেখানে তাঁকে দেখা যাচ্ছে অর্ধেক মাথা কামিয়ে ফেলেছেন তিনি। অর্ধেক মাথায় রয়েছে চুল আর অর্ধেক মাথা টাক। তাতেই রীতিমতো নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তাঁর ক্যাপশনে লেখা, ‘শুধু কফিই ক্লান্তি মেটাতে পারে না। চা-ও ক্লান্তি কাটাতে পারে। আর এই ছবি দেখেই শুরু হয়েছে গুঞ্জন। সকলের ধারণা তাহলে কি আবারও নতুন কোনও চরিত্রে দর্শকের সামনে ধরা দিতে চলেছেন রণদীপ? যদিও সেসবকিছু খোলসা করেননি অভিনেতা।

তবে শোনা যাচ্ছে নেটিজেনদের ধারণাই হয়তো সঠিক হতে পারে। কারণ অভিনেতার এই নতুন লুক নতুন এক চরিত্রের জন্যই। যার ট্রায়াল নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর তার জন্যই এমন লুকে রয়েছেন এখনও তিনি। এর আগেও ‘সর্বজিৎ’, ‘স্বতন্ত্র বীর সাভারকর’, ‘ম্যায় অউর চার্লস’ এর মতো ছবিতেও নতুন নতুন চরিত্রে এক্সপেরিমেন্টাল লুকে ধরা দিয়েছিলেন রণদীপ হুডা। আর তাই এবারেও যে সেই ধারাবাহিকতাই অভিনেতা বজায় রাখবেন তাঁর এই লুক দেখে এমনটাই ধারণা করছেন অনুরাগীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement