Advertisement
Advertisement
Rani Mukerji

‘বাবাকে মনে পড়ছে, ওঁকেই উৎসর্গ করছি’, জাতীয় পুরস্কার পেয়ে আবেগে ভাসলেন রানি

কী বললেন আবেগতাড়িত রানি?

Rani Mukerji elated after National Award win, dedicates it to late father, motherhood
Published by: Arani Bhattacharya
  • Posted:September 24, 2025 4:21 pm
  • Updated:September 24, 2025 4:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্তি। কার্যত আবেগতাড়িত হয়ে পড়েছিলেন নয়ের দশকের নায়িকা রানি মুখোপাধ্যায়। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নায়িকা। সেই পুরস্কার পাওয়ার পর কী বললেন আবেগতাড়িত রানি?

Advertisement

রানি বলেন, “আমার তিরিশ বছরের কেরিয়ারে পাওয়া এই সম্মান আমার কাছে এক বিরাট প্রাপ্তি একজন অভিনেতা হিসেবে। আমার এই সম্মান আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আমার বাবা সারাজীবন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছেন। আজকের এই দিনে আমার তাঁর কথা খুব মনে পড়ছে। এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে আমার বাবা আমার সঙ্গেই আছেন। আর রয়েছে আমাকে সর্বদা সাহস জুগিয়ে চলা আমার মা। যাঁর শক্তি আমাকে চালনা করেছে এবং এরকম এক ছবি দর্শককে উপহার দিতে সাহায্য করেছে।”

একইসঙ্গে রানি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর দর্শককেও। তিনি আরও বলেছেন “আমার এই পুরস্কার, এই সম্মান পৃথিবীর সকল মাকে উৎসর্গ করছি আমি।” ‘মিসেস ছ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এমন এক ছবি যেখানে একজন মায়ের তার সন্তানের জন্যও লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে।সন্তানের ভালোর জন্য একজন মা ঠিক কতদূর যেতে পারে। এই ছবি সেকথাই বলবে। বাস্তব জীবনে একজন মা হিসেবে এই ছবি আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ