ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ রণজয় বিষ্ণু। বর্তমানে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে নিত্যদিন দেখা যাচ্ছে অভিনেতাকে। আর তিনিই কিনা মাসখানেক ধরে ভৌতিক সব ঘটনার শিকার! বাড়ির দরজা-জানলা বন্ধ থাকলেও সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ঘরময় টবের মাটি। গায়ে আঁচড়। যদিও এসব কেন হচ্ছে? তার ব্যাখ্যা খুঁজে পাননি রণজয়, তবে এবার সবটা ক্যামেরাবন্দি করে হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ করে নিলেন সোশাল মিডিয়ার পাতায়।
শনিবার রণজয় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল, কাচ ভেঙে ছড়িয়ে রয়েছে গোটা ঘরে। গাছের ডালপালা ভেঙে বেডরুমের মেঝেয় টবের মাটি এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছড়ানো। অভিনেতার ছবিও পড়ে রয়েছে মেঝেয়। রণজয় বলছেন, জানলা-দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরই। তাও কটা গাছ তুলে রেখেছিলাম। কিন্তু এবার মনে হল ভিডিওটা বানাই। অভিনেতার মন্তব্য, কেন হচ্ছে বুঝতে পারছি না। কোনও কারণ নেই এমন ঘটনা ঘটার। বাড়ির সব দরজা এবং জানলা ভিতর থেকে বন্ধ করে তবে বাইরে বেরই। তাও দেখছি টব পড়ে রয়েছে, আমার ছবি পড়ে রয়েছে। এখানেই শেষ নয়!
বাড়ির অবস্থা লন্ডভন্ড হওয়ার পাশাপাশি শারীরিকভাবেও মাঝেমধ্যে অসুস্থতা ভোগ করছেন রণজয় বিষ্ণু। অভিনেতা বলছেন, হাতে কাটা দাগ থাকে, ঘুম থেকে উঠে মাঝেমধ্যেই পা নাড়াতে পারি না। কী হচ্ছে বুঝতে পারছি না। তবে এরকম ঘটনা বেশ কিছুদিন ধরেই ঘটছে। প্রায় গত তিন-চার মাস ধরে। বহুবার এরকমও হয়েছে যে ঘুম থেকে উঠেই দেখছি হাতে আঁচড়ে দাগ। কোথাও কাটা দাগ। সেই ভিডিও শেয়ার করে রণজয় লিখেছেন, ‘কোনো ক্লু নেই! ঘরের দরজা-জানলা বন্ধ থাকলে হাওয়া ঢোকার কোন সম্ভাবনা নেই কিন্তু তারপরেও ঘটনাগুলো এমন ঘটছে যেন দমকা হাওয়ায় সবটা উড়িয়ে নিয়ে গেছে। অদ্ভুত!’ এদিকে রণজয়ের ভিডিও দেখে স্তম্ভিত নেটপাড়াও। অনুরাগীদের একাংশ আবার তাঁকে মনোবল বাড়াতে হনুমান চালিশা পাঠ করার নিদান দিয়েছেন। কারও আতঙ্ক, ‘এ তো ভৌতিক কাণ্ড!’
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.