Advertisement
Advertisement
Ranveer Singh

রণবীর কাপুরকে কাস্ট করায় বনশালির সঙ্গে তুমুল ঝগড়া রণবীর সিংয়ের! নিলেন ‘প্রতিশোধ’ও

পর পর বনশালির বিগ বাজেট সিনেমা থেকে ছাঁটাই! কী করলেন রণবীর সিং?

Ranveer Singh, Bhansali Have A Fallout Over Ranbir Kapoor: Report
Published by: Sandipta Bhanja
  • Posted:July 14, 2025 7:48 pm
  • Updated:July 14, 2025 7:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিং ‘আউট’ কাপুর ‘ইন’! একসময়ে সঞ্জয় লীলা বনশালির ফ্রেমে ধারাবাহিকভাবে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন রণবীর সিং। সেইসময়ে বনশালির প্রিয় পাত্রীর তালিকায় শীর্ষে ছিলেন দীপিকা পাড়ুকোন। ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’- বনশালির একের পর একে বিগ বাজেট সিনেমায় রণবীর-দীপিকা জুটি ম্যাজিক দেখিয়েছেন। তবে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র সময় থেকেই সেই চেনা ছকে বড় রদবদল! দীপিকার পরিবর্তে বর্তমানে পরিচালকের নয়নমণি নাকি আলিয়া ভাট! বলিপাড়ার অন্দরে কান পাতলে অন্তত তেমনটাই কানাঘুষো। এদিকে বাংলাতে এক প্রবাদ বাক্য রয়েছে- ‘কান টানলে মাথা আসে’! বনশালির ছবিতেও তেমনই রণবীর সিংয়ের পরিবর্তে আলিয়া ভাটের বিপরীতে রণবীর কাপুর। মেগাবাজেট ‘লাভ অ্যান্ড ওয়ার’-ই তার বড় প্রমাণ। তবে তালিকায় আরেক সিনেমাও রয়েছে। সেটা ‘বৈজু বাওরা’।

Advertisement

সেই মেগাবাজেট ছবিতেও নাকি দীপিকার স্বামীর পরিবর্তে কাপুরনন্দনকে কাস্ট করেছেন বনশালি। ২০২০ সালে তেমন গুঞ্জনই শোনা গিয়েছিল। তাহলে কি প্রিয়পাত্র রণবীর সিংয়ের সঙ্গে মন কষাকষি হল বনশালির? এমন জল্পনা তখন থেকেই চাউর! এবার ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, ‘বলিউড খিলজি’র সঙ্গে নাকি পরিচালকের সম্পর্কের এতটাই অবনতি ঘটেছে যে, নিজের জন্মদিনেও একসময়কার ‘প্রিয় পরিচালক’ বনশালিকে নিমন্ত্রণ করেননি সুপারস্টার সিং। শোনা যায়, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাস্টিং নির্বাচনের সময়ে কাপুরনন্দনকে এগিয়ে রেখে রণবীর সিংকে দ্বিতীয় মলাট রোলের জন্য প্রস্তাব দিয়েছিল বনশালির প্রযোজনা সংস্থা। যে প্রস্তাব একেবারে পত্রপাঠ নাকচ করে দিয়েছেন দীপিকার স্বামী। এদিকে সুপারস্টার কাপুরের ঝুলিতে বর্তমানে ‘রামায়ণ’ থেকে শুরু করে একগুচ্ছ বিগ বাজেট সিনেমা থাকলেও রণবীর সিংয়ের কেরিয়ারে ভাঁটা! বিগত কয়েক বছরে তাঁর হিটের সংখ্যা আতসকাচেও দেখা যায় না। কিন্তু তাতে কী, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেকেন্ড লিড চরিত্রে অভিনয় করতে নারাজ তিনি। উপরন্তু সম্মুখ সমরে আবার স্ত্রীয়ের প্রাক্তন! আর এসবেই নাকি মান-অভিমানের সূত্রপাত। এদিকে রণবীর সিংয়ের ফিরিয়ে দেওয়া প্রস্তাবে ভাগ্য খোলে ভিকি কৌশলের। কারণ এই সিনেমার সুবাদেই প্রথমবার বনশালির সিনেমায় অভিনয় করার সুযোগ পেলেন তিনি।

Sharvari confirmed for Ranveer Singh-starrer Don 3
ছবি ফাইল

এবার খবর, অভিনেতা-পরিচালকের মান-অভিমানের দর কষাকষি নাকি এমন পর্যায়ে পৌঁছেছে যে অভিনেতার ঘনিষ্ঠবৃত্ত থেকে বাদ পড়েছেন পরিচালক। এক ঘনিষ্ঠ সূত্র বলিউড সংবাদমাধ্যমকে জানিয়েছে, “সম্প্রতি ৬ জুলাই রণবীর সিং তাঁর জন্মদিন উপলক্ষে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে এক গেট টুগেদার আয়োজন করেছিলেন। সেখানে অন্যরা উপস্থিত থাকলেও আমন্ত্রিতদের তালিকায় ছিলেন না সঞ্জয় লীলা বনশালি।” অতঃপর তাঁরা যে আর ঘনিষ্ঠ বন্ধু নেই, তেমন ইঙ্গিতই মিলেছে। একাংশ আবার শিশুসুলভ মনে এই ঘটনাকে ‘প্রতিশোধ’ বলে দেখছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement