সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর গণপতি উৎসবের আবহেই রণবীর-দীপিকার সংসারে লক্ষ্মীর আগমন ঘটেছিল। তবে মেয়ে দুয়ার জন্মের পর থেকে তারকাদম্পতিকে আর সেভাবে একফ্রেমে পাওয়া যায়নি! ‘দীপবীর’ জুটিকে নিয়ে অনুরাগীদেরও আক্ষেপ ছিল, ‘ডুমুরের ফুল’ হয়ে গিয়েছেন তাঁরা। তবে বৃহস্পতিবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে জুটিতে ধরা দিলেন আম্বানিদের গণপতি উৎসবে।
পরনে রং মিলান্তি সোনালী পোশাক। গলায় মন্ত্র লেখা হলুদ উত্তরীয়। ভক্তিভরে বাপ্পাকে ফুল অর্পণ করে প্রণাম করতে দেখা গেল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে। পাশেই দাঁড়িয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। তাঁর গলাতেও উত্তরীয়। স্বাভাবিকভাবেই আম্বানিদের প্রাসাদোপম আন্তেলিয়ার পুজোর আসরের স্পটলাইটে তখন রণবীর-দীপিকা। তবে মা-বাবার সঙ্গে দেখা গেল না খুদে দুয়াকে। ভিডিও প্রকাশ্যে আসতেই সেই আক্ষেপ প্রকাশ করেছেন অনুরাগীরা। তবে সেই ক্যামেরাবন্দি মুহূর্তে নতুন লুকে নজর কাড়লেন রণবীর সিং। একেবারে ক্লিন সেভ অবতারে দেখা গেল তাঁকে। তার পর থেকেই চর্চায় অভিনেতার নয়া অবতার। আচমকাই কেন লুক বদলে ফেললেন রণবীর? কৌতূহল সর্বত্র!
View this post on Instagram
এক বছর ধরে ‘ধুরন্ধর’ ছবির জন্য ঝাঁকড়া চুল-দাড়ি রেখেছিলেন। সম্প্রতি সেই সিনেমার সেটে নিম্নমানের খাবার পরিবেশন করার অভিযোগও উঠেছিল। যার জেরে টিমের শতাধিক সদস্যকে লেহর হাসপাতালে ভর্তি হয়। তবে যাবতীয় বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে এদিন নয়া লুকে লাইমলাইট কাড়লেন রণবীর। আর সেখান জল্পনার সূত্রপাত, তাহলে কি এবার নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা? কারণ বক্স অফিসে তাঁর কেরিয়ার মন্দা চললেও পাইপলাইনে পরপর একাধিক ছবির কাজ রয়েছে। অন্যদিকে দীপিকাও অ্যাটলির পরিচালনায় আল্লু অর্জুনের বিপরীতে মেগাবাজেট সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুত। তার প্রাক্কালেই গণপতি উৎসবে মাতলেন তারকাদম্পতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.