Advertisement
Advertisement
Ranveer Singh Pankaj Tripathi

‘আমি শুধরালাম, আপনি বিগড়ে গেলেন’! পঙ্কজ ত্রিপাঠীর উদ্ভট ফ্যাশন দেখে ‘খোঁচা’ রণবীর সিংয়ের

'কালিন ভাইয়া'র উদ্দেশে কী বললেন রণবীর সিং?

Ranveer Singh Reacts To Pankaj Tripathi’s New Quirky Look
Published by: Sandipta Bhanja
  • Posted:October 4, 2025 2:25 pm
  • Updated:October 4, 2025 2:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে রণবীর সিংয়ের ফ্যাশন সেন্সের জুড়িমেলা ভার। অ্যাওয়ার্ড শো হোক কিংবা হাইপ্রোফাইল পার্টি, ‘খিলজি’র সাজপোশাকের উপর সবসময়েই আতসকাচ থাকে! রণবীরের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে সর্বদাই সরগরম নেটদুনিয়া। তবে প্রশংসা কুড়নোর পরিবর্তে অবশ্য অধিকাংশ সময়েই ট্রোলড হতে হয় তাঁকে। যদিও মেয়ে হওয়ার পর আর উদ্ভট সাজপোশাকে দেখা মেলেনি অভিনেতার, তবে এবার পঙ্কজ ত্রিপাঠীর ফ্যাশন অবতার দেখে রণবীরের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়!

Advertisement

‘কালিন ভাইয়া’ সম্প্রতি সোশাল মিডিয়ায় ‘সাহসী’ অবতারে ধরা দিয়েছেন। যে অভিনেতাকে এযাবৎকাল সাদামাটা পোশাকে দেখতেই অভ্যস্ত সকলে, তাঁর এহেন রংচঙে সাজপোশাক দেখে নেটভুবনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পরনে লাল-সোনালি রঙের ব্রোকেড ধুতি প্যান্ট। তার সঙ্গে নেটের শার্ট আর সবুজ রঙের ভেলভেট ম্যাটেরিয়ালের তৈরি লম্বা জ্যাকেট পরেছেন পঙ্কজ ত্রিপাঠী। মাথায় আবার টুপিও রয়েছে। যদিও ‘কালিন ভাইয়া’কে মন্দ লাগছে না দেখতে, তবে পোশাকে কোনওটার সঙ্গেই কোনওটার সাযুজ্য নেই। পঙ্কজের এহেন অবতার দেখে ভক্তদের কৌতুহল, এগুলো আসল ছবি না কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজি? বিশেষ করে অভিনেতা নিজের প্রোফাইল থেকে শেয়ার করাতেই সন্দেহের উদ্রেক হয়েছে একাংশের!

এই ছবিগুলি শেয়ার করে পঙ্কজ ত্রিপাঠী লিখেছেন, ‘এক নতুন শুরু। মজার কিছু একটা হতে চলেছে। কেমন লাগছে আমাকে?’ ‘কালিন ভাইয়া’র এহেন ‘কৃত্তিম ফটোশুট’ নজর এড়ায়নি রণবীর সিংয়ের। অতঃপর কমেন্ট বক্সে ‘ফোড়ন কাটার’ সুযোগও হাতছাড়়া করলেন না তিনি! ‘৮৩’ ছবিতে রণবীরের কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন পঙ্কজ। সেই স্মৃতি উসকে দিয়েই ‘গুরু’ সম্বোধন করে অভিনেতা লিখেছেন, আরে, ‘এটা কী গুরুজি! আমি শুধরে গেলাম আর আপনি বিগড়ে গেলেন।’ আসলে রণবীর সিংয়ের রসিক সাজপোশাক বহুবার চর্চার শিরোনামে বিরাজ করেছে। তাই পঙ্কজকে এহেন লুকে দেখে নিজের উচ্ছ্বাস, আর রসিক মন্তব্য আর ধরে রাখতে পারেননি তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ