Advertisement
Advertisement
Rashmika Mandana

‘চুপ থাকব না, লড়ে যাব’, আলিয়ার ডিপফেক ভিডিও ভাইরাল হতেই ফের গর্জে উঠলেন রশ্মিকা

ডিপফেকের বিরুদ্ধে ইন্ডাস্ট্রিকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান রশ্মিকা।

Rashmika Mandana on Deepfake Video of Alia| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 28, 2023 12:38 pm
  • Updated:November 28, 2023 12:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে রশ্মিকা মান্দানা, তার পর কাজল। আর এবার তো ডিপফেক ভিডিওর শিকার হলেন আলিয়া ভাট। রশ্মিকা প্রথম থেকেই এই ধরনের প্রযুক্তির বিরুদ্ধে গর্জে উঠেছেন। এমনকী, নিজের ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর স্পষ্টই জানিয়ে ছিলেন তাঁর বিরক্তি ও হতাশার কথা। রশ্মিকাকে সমর্থন করেছিলেন অমিতাভ বচ্চনের মতো তারকারা। মহিলা কমিশনেরও সমর্থন পেয়েছেন তিনি। আর এবার আলিয়ার বিকৃত ভিডিও ভাইরাল হওয়ার পর রশ্মিকা যেন ক্ষোভে ফেটে পড়লেন। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে রশ্মিকা জানালেন, ”এরকম ঘটনা ঘটলে, একেবারেই চুপ থাকা যাবে না।”

Advertisement

সম্প্রতি ‘অ্য়ানিম্যাল’ ছবির সাংবাদিক বৈঠকে অংশ নিয়ে ছিলেন রশ্মিকা মান্দানা। পাশে ছিলেন রণবীর কাপুরও। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নে ডিপফেকের বিরুদ্ধে গর্জে ওঠেন অভিনেত্রী। তিনি স্পষ্ট জানান, ”যখন আমি ডিপফেক ভিডিওটি দেখি, খুব ভয় পেয়েছিলাম। নিজেকে অসহায় মনে হয়েছিল। তবে ধীরে ধীরে দেখি ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই আমার পাশে এসে দাঁড়ালেন। বিশেষ করে অমিতজি সমর্থন আমাকে সাহজ জুগিয়েছিল। তাই আমার মনে হয় যাঁর সঙ্গেই এসব ঘটুক না কেন, চুপ করে থাকবেন না। ভয় পাবেন না। প্রতিবাদ করুন।”

[আরও পড়ুন: পরমব্রতর বিয়েতে পাননি নিমন্ত্রণ, বন্ধুর নতুন জীবন নিয়ে কী বার্তা রুদ্রনীলের? ]

প্রসঙ্গত, নায়িকাদের ডিপফেক ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। একের পর এক অভিনেত্রী এহেন বিকৃত প্রযুক্তির শিকার! সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

[আরও পড়ুন: মুক্তির আগেই কত টাকা আয় করল ‘অ্যানিম্যাল’? বক্স অফিস কাঁপাতে তৈরি রণবীর]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ