Advertisement
Advertisement
Rashmika Mandanna Vijay Deverakonda

বাগদান সম্পন্ন, বিয়ে করছেন রশ্মিকা মন্দানা-বিজয় দেবেরাকোন্ডা! কবে সাতপাক ঘুরবেন?

গোপনে বাগদান সারলেন বিজয়-রশ্মিকা, কবে সাতপাক ঘুরছেন দক্ষিণী তারকাজুটি?

Rashmika Mandanna And Vijay Deverakonda Engaged, Wedding Date Set: Report
Published by: Sandipta Bhanja
  • Posted:October 4, 2025 10:52 am
  • Updated:October 4, 2025 10:52 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত আট বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন! কিন্তু সম্পর্কের কথা কোনওদিনই স্বীকার করেননি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। তবে তারকাদের প্রেমবিলাস কি আর পাপারাজ্জিদের লেন্স এড়ায়? কখনও শহরের ইতি-উতি তাঁদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে তো কখনও বা আবার সোশাল মিডিয়ায় উঁকি দিয়ে তাঁদের দেখা গিয়েছে, একই গন্তব্যের আলাদা ফ্রেমে! এবার খবর, গোপনেই বাগদান সেরে ফেলেছেন বিজয়-রশ্মিকা। কিন্তু ধারা বজায় রেখে এহেন শুভকাজের ব্যাপারে এবারেও কাকপক্ষীতে টের পেতে দেননি! তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, আংটিবদল করে বিয়ের দিনক্ষণও পাকা করে ফেলেছেন তারকাজুটি।

Advertisement

জানা গিয়েছে, ২০২৬ সালের ফ্রেব্রুয়ারি মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ফেব্রুয়ারি মাসে প্রেমদিবসের আবহে বিয়ে পিঁড়িতে বসবেন তাঁরা। তবে দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয়-রশ্মিকা, সেটা স্পষ্ট। দুই দক্ষিণী তারকার প্রেমের গুঞ্জন বছর খানেক ধরেই। তবে কোনওদিনই এই বিষয়ে স্পিকটি নট তাঁরা! বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে যেমন উন্মাদনা, ‘অ্যানিম্যাল’ কিংবা ‘পুষ্পা’র পর থেকে রশ্মিকা মন্দানাকে নিয়েও তেমন অন্তহীন উন্মাদনা। ন্যাশনাল ক্রাশ-এর খেতাবও ব্যাগে পুরেছেন তিনি।

এদিকে বিজয়-রশ্মিকার বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনেই উল্লাসে ফেটে পড়েছেন দুই তারকার অনুরাগীরা। সোশাল পাড়াতেও শুভেচ্ছার জোয়ার। কিন্তু মুখে কুলুপ তারকাজুটির। বিজয়ের পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক রশ্মিকার। বারবার প্রেমের গুঞ্জন উড়িয়ে একে-অপরকে ‘শুধু বন্ধু’ বলেই দাবি করে এসেছেন। তবে এবার তারকাজুটিকে বিয়ের পিঁড়িতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন গোটা ভূ-ভারতের অনুরাগীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ