সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা’র পর থেকেই ‘শ্রীবল্লি’ ন্যাশনাল ক্রাশ। অতঃপর নেট ঘেঁটে দক্ষিণী সুন্দরীর ‘ঠিকুজিকুষ্ঠি’ সবটাই অনুরাগীদের নখদর্পণে। রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আদতে কর্ণাটকের বিরাজপেটের ভূমিকন্যা। তবে কুর্গে বড় হয়েছেন। কন্নড় সিনেইন্ডাস্ট্রির হাত ধরে অভিনয়জগতে পা রাখলেও তেলুগু বিনোদুনিয়ার সুবাদেই খ্যাতিলাভ করেন তিনি। তার পর থেকে বিগত বছরখানেক ধরেই তাঁর কন্নড় অনুরাগীদের অভিযোগ, তিনি নাকি ‘নিজের শিকড় ভুলে গিয়েছেন’। সম্প্রতি হায়দরাবাদে ‘ছাবা’র এক প্রচার অনুষ্ঠানে গিয়ে রশ্মিকা যা বললেন, তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন তাঁর নিজভূমের ভক্তরা। অতঃপর রশ্মিকার বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও আপাতত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।
হায়দরাবাদের ওই অনুষ্ঠানে রশ্মিকা মন্দানাকে বলতে শোনা যায়, “আমি তো আদতে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।” স্বাভাবিকভাবেই রশ্মিকার এহেন মন্তব্য শুনে হায়দরাবাদিরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহের গর্ভগৃহ ভরিয়ে দেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তাঁর কন্নড় ভক্তদের। যার জেরে কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে। কোনওরকম রেয়াত না করেই রশ্মিকার উদ্দেশে তাঁদের মন্তব্য, ‘সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন?’, কারও রাগ, ‘কতটা স্বার্থান্বেষী হলে স্মার্ট কেরিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পালটে দেয়!’ এহেন নানা মন্তব্যের ভিড়ে সরগরম নেটপাড়া। রশ্মিকা যদিও সংশ্লিষ্ট বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া দেননি। তবে তাঁর মন্তব্যে কন্নড়়ে নিন্দার ঝড়।
‘, I sometimes feel pity for you for receiving unnecessary negativity/targeting from our fellow Kannadigas.
But when you make statements like this I think they are right and you deserve the backlash.👍— Virat👑Rocky✨️ (@Virat_Rocky18)
প্রসঙ্গত, নিন্দুকরা যতই বলুক, রশ্মিকা কিন্তু তাঁর জন্মভূমি কিংবা প্রাদেশিক সংস্কৃতি ভুলে যাননি। বরং শিকড়ের টানেই তাঁকে একাধিকবার কোদাভা শাড়ি পরে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। বর্তমানে ‘ছাবা’ সাফল্যে মাতোয়ারা দক্ষিণী সুন্দরী। তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সিনেসমালোচক থেকে দর্শকরা। এমন আবহেই শুধুমাত্র একটা মন্তব্যের জেরে এবার বিতর্কে জড়ালেন রশ্মিকা মন্দানা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.