Advertisement
Advertisement
Rashmika Mandanna

সব দোষ একা আল্লুর? মুখ খুললেন ‘শ্রীভল্লি’ রশ্মিকা

'পুষ্পা'র হয়ে কী বললেন নায়িকা?

Rashmika Mandanna on Allu Arjun Row
Published by: Suparna Majumder
  • Posted:December 13, 2024 6:39 pm
  • Updated:December 13, 2024 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা’র চোখে জল! সবার সামনে রাগে ফেটে পড়েছিল শ্রীভল্লি। শুক্রবার আল্লু অর্জুনের দিনভর হেনস্তা। প্রথমে গ্রেপ্তারি, তার পর জেল হেফাজত। অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন নায়ক। কিন্তু তাঁর এমন অবস্থা সহ্য করতে পারছেন না রশ্মিকা মন্দানা। সব দোষ একা আল্লুর? সোশাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার নায়িকার।

Advertisement

Pushpa-2

 

আল্লু অর্জুনের জামিনের খবর প্রকাশ্যে আসার পরই এক্স হ্যান্ডেলে রশ্মিকা লেখেন, ‘আমি তো বিশ্বাসই করতে পারছি না এখন যা দেখছি…যে ঘটনা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক আর অত্যন্ত দুঃখিত তার জন্য। যাই হোক, এটা দেখে খুব খারাপ লাগছে সমস্ত কিছুর জন্য একজন মানুষকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে। এই পরিস্থিতি যেমন অবিশ্বাস্য, তেমনই মন ভেঙে দেওয়ার মত।’

 

ডিসেম্বর মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই অভিযোগেই তারকাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে তোলা হয় আদালতে। ১৪ দিনের জেল হেফাজত হয় দাক্ষিণাত্যের সুপারস্টারের। এর পরই টুইস্ট। জেল হেফাজতের কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান আল্লু অর্জুন। তেলেঙ্গানা হাই কোর্ট তাঁর এই জামিন মঞ্জুর করেছে।

এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওঁর তো কোনও হাত নেই।” প্রসঙ্গত, মহিলার মৃত্যুর খবর কানে যেতেই ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। মৃতার পরিবারকে নাকি তিনি ২৫ লক্ষ টাকাও দেওয়ার আশ্বাস দেন। তাঁর আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement