সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বাগদান সেরেছেন মনের মানুষের সঙ্গে। তবে সবকিছুর পরেও রীতিমতো কাকপক্ষীতেও যাতে টের না পায় সেইভাবেও ব্যক্তিগত জীবনকে আড়াল করে রেখেছেন ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে পরিচিত দক্ষিণী বিনোদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তাঁর অভিনয় ঠিক যেমন দর্শকের পছন্দ তেমনই আবার তাঁকে ও তাঁর কাজ নিয়েও নানা গুঞ্জন শোনা যায়। অনেকেই বলে থাকেন যে বিনোদুনিয়া থেকে অর্থাৎ কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অভিনয়ের জার্নি শুরু করেছিলেন রশ্মিকা সেই ইন্ডাস্ট্রিতেই নাকি তিনি নিষিদ্ধ। আর তা নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকাকে প্রশ্ন করা হয় তাঁকে কেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যায় না এখন আর অভিনয় করতে? এমনকি কন্নড় ছবি ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ মুক্তির পরও তাঁকে এই ছবি নিয়ে কোনও কথা বলতে দেখা যায়নি। এই প্রসঙ্গ তুলে তাঁকে প্রশ্ন করা হয় তাহলে কি নেটিজেনদের ধারণাই ঠিক যে তিনি কন্নড় ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ হয়েছেন? এপ্রসঙ্গে রশ্মিকা বলেন, ‘সত্যি বলতে ছবিটি মুক্তি পাওয়ার পরই আমার পক্ষে ছবিটি দেখা হয়ে ওঠেনি। কিন্তু তার অনেক পরে আমার ছবিটা দেখার সুযোগ হয়েছে। আমি ছবিটা দেখে টিমকেও জানিয়েছি। শুভেচ্ছা জানিয়েছি। টিমের তরফে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে।”
তাহলে কি এমন খবর নিছকই রটনা? তাঁকে কি আদতে কন্নড় ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করা হয়নি? এ প্রসঙ্গে রশ্মিকা আরও বলেন, “দেখুন, ইন্ডাস্ট্রির অন্দরে ঠিক কী ঘটছে সেটা কারও পক্ষে জানা সম্ভব নয়। আমরা ইন্ডাস্ট্রির অন্দরের অনেক কথাই সামনে তুলে ধরতে পারি না। নিজেদের ব্যক্তিগত জীবনকেও মেলে ধরতে পারি না যে কোনও মূল্যে। কিন্তু সাধারণ মানুষ আমাদের কর্মজীবন নিয়ে নানা মন্তব্য করেন। তা আমরা শুনি। এর থেকে বেশি কীই বা করতে পারি? সম্ভব হলে কখনও কহ্নো পরিবর্তন আনার চেষ্টা করি। তবে বহুক্ষেত্রেই তা হয় না। তবে হ্যাঁ, ওই ইন্ডাট্রিতে আমি একেবারেই নিষিদ্ধ নই।” বলে রাখা ভালো এই কন্নড় ইন্ডাস্ট্রি থেকেই অভিনয় জীবনের পথচলা শুরু করেছিলেন রশ্মিকা। কন্নড় ছবি ‘কিরিকি পার্টি’ দিয়ে অভিনয়ের জার্নি শুরু করেছিলেন রশ্মিকা। কিন্তু বহু বছর কেটে গেলেও তাঁকে আর কন কন্নড় ছবিতে দেখা যায়নি। সেখান থেকেই দর্শকের মনে এমন প্রশ্নের উদ্রেক হয়েছে। যার উত্তর দিয়ে সকলের কৌতূহল মেটালেন রশ্মিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.