Advertisement
Advertisement
Rashmika Mandanna

কাছের মানুষের থেকেই ধোঁকা খেলেন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা! খোয়ালেন লক্ষ লক্ষ টাকা

কে করেছে এই কাজ?

Rashmika Mandanna reportedly cheated of 80 lakhs by her manager | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 19, 2023 1:15 pm
  • Updated:June 19, 2023 1:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাছের মানুষের থেকেই ধোঁকা খেলেন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। খোয়ালেন লক্ষ লক্ষ টাকা। এমনই খবর শোনা যাচ্ছে। কে সেই কাছের মানুষ? রশ্মিকার বহুদিনের ম্যানেজার। জল্পনা, প্রায় ৮০ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী।

Advertisement

Rashmika

ম্যানেজারের নাম জানা যায়নি। তবে বহুদিন ধরেই তিনি রশ্মিকার সঙ্গে রয়েছেন বলে খবর। অভিনেত্রীর কেরিয়ারের শুরু থেকেই নাকি তাঁর সঙ্গে কাজ করছিলেন ওই ব্যক্তি। সূত্রের খবর, সম্প্রতি ম্যানেজারের প্রতারণার খবর রশ্মিকা জানতে পারেন। ততদিনে অন্তত ৮০ লক্ষ টাকা নাকি লোপাট হয়ে গিয়েছে। গোটা বিষয়টি জানতে পেরেই কড়া ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী। অভিযুক্তকে বরখাস্ত করেছেন তিনি।

[আরও পড়ুন: হাতের গিটার বড় প্রিয়, প্রিয় বাদ্যযন্ত্রগুলির কী নাম রেখেছেন অরিজিৎ সিং?]

ঘটনায় এখনও পর্যন্ত পুলিশি অভিযোগের কোনও খবর মেলেনি। এদিকে রশ্মিকার পক্ষ থেকে এ বিষয়ে কোথাও কোনও প্রতিক্রিয়াও দেওয়া হয়নি। শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি এ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলতে চান না। আপাতত তিনি ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং করছেন। তা নিয়েই ব্যস্ত থাকতে চান।

Rashmika
এদিকে রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ সিনেমায় অভিনয় করেছেন রশ্মিকা। ইতিমধ্যেই ছবির প্রি-টিজার প্রকাশ্যে এসেছে। তাতে রশ্মিকার দেখা না মিললেও ভরপুর অ্যাকশনের আভাস পাওয়া গিয়েছে। শোনা গিয়েছে, বাবা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র সাজানো ‘অ্যানিম্যাল’-এর গল্প। রণবীর-রশ্মিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরি, শক্তি কাপুর, সুরেশ ওবেরয়। ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: দেওল পরিবারে বাঙালি বউমার গৃহপ্রবেশ, শ্বশুর সানি বললেন, ‘মেয়ে পেলাম’]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ