Advertisement
Advertisement
Rashmika Mandanna

প্রেম জমে ক্ষীর! গোপনে মরুদেশে বিজয়ের সঙ্গে জন্মদিন পালন রশ্মিকার?

ইনস্টাগ্রামের ছবিই যেন গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।

Rashmika Mandanna spent her birthday with rumored boyfriend Vijay Deverakonda in Oman
Published by: Sayani Sen
  • Posted:April 7, 2025 2:10 pm
  • Updated:April 7, 2025 2:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালি আর সমুদ্রের মাঝে বসে ছবি পোস্ট করছেন রশ্মিকা। আবার বিজয়ের ইনস্টাগ্রামের ছবিতেও বালি আর সমুদ্র। আর তা দেখে দুয়ে দুয়ে চার করছেন অনুরাগীরা। আর করবেন না-ই বা কেন? রশ্মিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জনে তোলপাড় প্রায় সর্বত্র। এবারও রশ্মিকার জন্মদিনে কি জুটিতে সময় কাটালেন দু’জনে? ইনস্টাগ্রামের ছবিই যেন গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।

Advertisement

৫ এপ্রিল ছিল রশ্মিকার ২৯ তম জন্মদিন। রবিবার ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করেছেন রশ্মিকা। পরনে স্লিভলেস কালো টপ এবং স্ট্রাইপড পাজামা। হালকা মেকআপের ওই ছবিতেও যেন নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন তিনি।

তার আর পরদিন আবার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন বিজয়। কোনও ছবিতে বিজয় বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আবার কোনও ছবিতে দেখা গিয়েছে সমুদ্রের পাড়ে ঘোড়ার পিঠে সওয়ার অভিনেতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

রশ্মিকা ও বিজয়ের ছবি দেখে তাজ্জব অনুরাগীরা। বালি ও সমুদ্র দেখে তাঁদের অনুমান, একই জায়গায় রয়েছেন দু’জনে। যদিও এই প্রথমবার নয়। গত বছরেও আরব আমিরশাহীতে বিজয়ের সঙ্গে জন্মদিন পালন করেন রশ্মিকা। সোশাল মিডিয়ায় সে ছবি ভাইরালও হয়ে যায়। যদিও সে বিষয়ে বিজয় কিংবা রশ্মিকা স্পিকটি নট!

দক্ষিণী ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা এখন ‘ন্যাশনাল ক্রাশ’।‘পুষ্পা’ ছবিতে তাঁর ‘স্বামী স্বামী’নাচ দেখে গোটা দেশের পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। তারপর ‘অ্যানিম্যাল’ ছবিতেও নজর কেড়েছেন। সেই রশ্মিকাই নাকি পেয়ে গিয়েছেন তাঁর প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধাও পড়তে চলেছেন রশ্মিকা। ছাঁদনাতলায় কবে যাবেন দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রী, সেটাই যেন লাখ টাকার প্রশ্ন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ