Advertisement
Advertisement
Raveena Tandon

মুম্বই মেট্রোতে রবিনা ট্যান্ডনকে ছেঁকে ধরল ভক্তরা, সেলফি তোলার জন্য কেলেঙ্কারি কাণ্ড!

মুম্বই মেট্রোর ভিড়ে চিড়েচ্যাপ্টা রবিনা ট্যান্ডন! তারপর? দেখুন ভিডিও।

Raveena Tandon Gets Papped at Mumbai Metro Station | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:February 1, 2024 3:22 pm
  • Updated:February 1, 2024 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বই মেট্রোতে সফর করার শখ হয়েছিল রবিনা ট্যান্ডনের। ব্যস, কর্তার ইচ্ছেয় কর্ম! সোজা পৌঁছে গেলেন মেট্রো স্টেশনে। আর বলিউড অভিনেত্রীকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে ভিড় একেবারে উপচে পড়ল। রবিনাকে ছেঁকে ধরলেন ভক্তরা। পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হল কর্তব্যরত নিরাপত্তারক্ষীদেরও।

সম্প্রতি ফিল্মি কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন রবিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকের সুপারহিট নায়িকাকে গত একদশক ধরে টেলিপর্দায় রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে। তবে দিন কয়েক আগেই ওটিটি ফ্ল্যাটফর্মে ডেবিউ করে ফেলেছেন তিনি। ‘কর্মা কলিং’ ওয়েব সিরিজের সুবাদে ওয়েব ময়দানে পা রাখলেন রবিনা। আর সেই প্রেক্ষিতেই সম্ভবত অনুরাগীদের কাছাকাছি গিয়ে তাঁর নতুন ইনিংস আরও উপভোগ করতে চেয়েছিলেন।

[আরও পড়ুন: জল পড়ছে, পলেস্তারা খসছে! লস অ্যাঞ্জেলসের বাড়ি ছাড়লেন নিক-প্রিয়াঙ্কা, মামলাও দায়ের করলেন]

মেট্রো স্টেশনে রবিনা ট্যান্ডন পা রাখতেই ভিড় জমে যায়। তবে তাঁর জন্য যাতে কোনও নিত্যযাত্রী কিংবা কোনও সাধারণ মানুষের অসুবিধে না হয়, সেদিকেও কড়া নজর রেখেছিলেন তিনি। আগেভাগেই নিরাপত্তারক্ষীদের বলে দিয়েছিলেন যে, তাঁরা যেন খেয়াল রাখেন যাতে কোনও যাত্রীর মেট্রো সফরে অসুবিধে না হয়। কিন্তু বলিউড নায়িকাকে এত কাছ থেকে দেখতে পেয়ে কি আর ছবি তোলার সুযোগ মিস করেন ভক্তরা! ব্যস তখনই ঘটে কেলেঙ্কারি। ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি পড়ে যায়। তারপরই রবিনা ট্যান্ডনকে বলতে শোনা যায়, ‘ধীরে সুস্থে…।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ব্যবসা না হোক! তবুও জাতীয় পুরস্কারের মঞ্চে দেশের সেরা বাঙালি পরিচালকরাই, উচ্ছ্বসিত সৃজিত]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement