সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই বিমান বন্দরে এক অনুরাগীর উপর বেজায় চটলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্য়ান্ডন। অনুরাগীর অপরাধ রবিনার সঙ্গে সেলফি তুলতে গিয়ে, তাঁর মেয়ে রাশাকে ধাক্কা দেয় অনুরাগী। ব্যস, তা দেখেই ক্ষেপে লাল রবিনা।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মুম্বই বিমান বন্দর থেকে মেয়েকে নিয়ে বের হচ্ছিলেন রবিনা। গাড়িতে উঠতে গিয়ে রবিনা খেয়াল করেন তাঁর মেয়ে রাশাকে এক ব্য়ক্তি ধাক্কা দিচ্ছে। এটা বুঝতে পেরেই রবিনা এগিয়ে আসেন। ব্যক্তিকে স্পষ্টই বলেন, সেলফি তোলার জন্য কেন মেয়েকে ধাক্কা মারছেন! সাবধান। এটা কিন্তু উচিত নয়। পরে অবশ্য অনুরাগীর সঙ্গে সেলফিও তুলেছেন রবিনা।
View this post on Instagram
উল্লেখ্য, ১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ সিনেমার মাধ্যমে বলিউডে রবিনার সফর শুরু হয়। সুপারহিট সেই ছবিতে সলমন খানের নায়িকা ছিলেন তিনি। তারপর অক্ষয় কুমার, অজয় দেবগন, সানি দেওল, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টির সঙ্গে জুটি বেঁধে বহু ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন। কিছুদিন আগে ‘আরণ্যক’ সিরিজ ও ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.