Advertisement
Advertisement

Breaking News

Victor-Mamata

এই প্রথম বড়পর্দায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়-মমতা শঙ্কর জুটি! পাহাড়ে শুটিং?

প্রযোজনায় থাকছেন অরিন্দম ভট্টাচার্য। পরিচালনায় অভিজিৎ চৌধুরী।

Reports of Victor Banerjee And Mamata Shankar pairing for a movie
Published by: Suparna Majumder
  • Posted:October 26, 2024 7:06 pm
  • Updated:October 26, 2024 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন আভিজাত্য, তেমন অভিনয়ের অভিজ্ঞতা। অথচ জুটি হিসেবে তাঁদের কখনও ক্যামেরার সামনে দেখা যায়নি। যা এর আগে কখনও হয়নি, তাই করতে চলেছেন প্রযোজক-পরিচালক অরিন্দম ভট্টাচার্য। শোনা গিয়েছে, তাঁর প্রযোজিত ছবিতেই এবার সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্করকে।

Advertisement

Victor-Mamata-1

এর আগে নিজের পরিচালনায় ‘শিবপুর’ সিনেমা তৈরির সময় বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছিলেন অরিন্দমের। ছবির এক প্রযোজকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তা নিয়েই ঝড় উঠেছিল টলিউডে। শেষমেশ নানা বিতর্ক সরিয়ে মুক্তি পায় ‘শিবপুর’। পায় সমালোচকদের প্রশংসা। শোনা যায়, ‘শিবপুর’-এর তিক্ত অভিজ্ঞতার পর বাংলায় আর সিনেমা করবেন না বলেই নাকি ঠিক করেছিলেন অরিন্দম। তবে এবারে তিনি নিজে প্রযোজকের ভূমিকায়।

নতুন ছবি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরিন্দম জানান, গল্পের প্রয়োজনেই ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্করকে প্রয়োজন ছিল। ভিক্টরের চেহারায় বনেদিয়ানার ছাপ রয়েছে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই অভিজ্ঞ তারকাকে এর আগে জুটি হিসেবে ভাবা হয়নি। তবে এবারে ভাবা হয়েছে। মমতা শঙ্করও বিষয়টি নিয়ে বেশ খুশি। অরিন্দমের সঙ্গে তিনি ‘শিবপুর’ ছবিতেও কাজ করেছিলেন। তাতে একেবারে ভিন্ন রূপে দেখা গিয়েছিল প্রবীণ অভিনেত্রীকে।

তবে এবারে মারকাটারি অ্যাকশন নয়, প্রেম, ভালোবাসা, স্নেহমাখা গল্পই নাকি দর্শকদের সামনে তুলে ধরবেন প্রযোজক অরিন্দম। শোনা গিয়েছে, ছবির বাকি চরিত্রে এই প্রজন্মের অভিনেতাদের দেখা যাবে। তবে তাঁরা কারা? তা জানা যায়নি। নতুন ছবির শুটিং পাহাড়েই করবেন অরিন্দম। জানা গিয়েছে, উত্তরাখণ্ডকে লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ চৌধুরী। যিনি টলিউডে বাপ্তান নামে খ্যাত। দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অভিজিৎ। এবার পরিচালকের জুতোয় পা গলালেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement