সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খান। আক্ষরিক অর্থেই তিনি ইন্ডাস্ট্রির ভাইজান আর দুস্থদের ‘ভগবান’! একাধিকবার মানবধর্মে বিশ্বাসের প্রমাণ রেখেছেন সলমন। এবার বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের জন্যেও ঝাঁপিয়ে পড়লেন বলিউড সুপারস্টার। ভাইজানের কেরিয়ারে যতই ভাঁটা থাকুক, তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’ কিন্তু প্রতিনিয়ত মানবসেবায় নিয়োজিত। এবার বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।
গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ ঘোষণা করেছে আপ সরকার। দিনরাত এক করে উদ্ধারকার্য চালাচ্ছে আর্মি, নেভি ও বায়ুসেনা। এমতাবস্থায় জলমগ্ন পাঞ্জাবে নিঃশব্দেই সেবায় নিয়োজিত সলমন খান। বলিউড মাধ্যম সূত্রে খবর, তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’-এর একটি টিম ইতিমধ্যেই ত্রাণসামগ্রী নিয়ে পাঞ্জাবে পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, সলমনের তরফে পাঁচটি নৌকাও পাঠানো হয়েছে বন্যার্তদের উদ্ধারকার্যের জন্য। এর মধ্যে তিনটি নৌকা বিভিন্ন প্লাবিত এলাকায় ঘুরে ঘুরে খাবার, ওষুধের মতো নানা ত্রাণসামগ্রী বিলি করছে। বাকি দুটো ফিরোজপুর সীমান্তে পাঠানো হয়েছে। জানা গেল, সলমনের টিমের সদস্যরা মাঠে নেমে সকলের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন।
পাঞ্জাব ট্যুরিজমের চেয়ারম্যান দীপক বালি জানিয়েছেন, পরিস্থিতি খানিক স্থিতিশীল হলে সলমন খানের ফাউন্ডেশন বন্যাকবলিত সীমান্তবর্তী গ্রামগুলিকে দত্তক নেওয়ার কথা ভেবেছেন। সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর শোয়েও বিধ্বস্ত পাঞ্জাব প্রসঙ্গের কথা শোনা গিয়েছিল সঞ্চালক সলমন খানের মুখে।
প্রসঙ্গত, সলমন যে নানারকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত কিংবা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষিতে একাধিকবার ফিল্ম ইন্ডাস্ট্রির অসহায়দের ত্রাতা হিসেবে ধরা দিয়েছেন, সেকথা সকলেরই জানা। সলমনের ‘বিইং হিউম্যান’ সংস্থাও বহু দুস্থদের পড়াশোনা, চিকিৎসার দায়িত্ব নিয়েছে। অতিমারীর সময়ও একাই সিনেইন্ডাস্ট্রির ২৫ হাজার কলাকুশলীর অন্নসংস্থানের দায়িত্ব নিয়েছিলেন বলিউড তারকা। আবার কখনও বা পানভেলের ফার্মহাউস থেকে দুস্থদের খাবার বিলি করেছেন। এবার বন্যাপ্লাবিত পাঞ্জাবেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভাইজান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.