Advertisement
Advertisement
Rhea Chakraborty

গর্বিত ফৌজির মেয়ে, ভারত-পাক যুদ্ধ আবহে রিয়ার মুখে আবেগ আর শক্তির গাথা

সুশান্ত মামলায় চলতি বছরেই শাপমুক্তি হয়েছে অভিনেত্রীর।

Rhea Chakraborty shared an emotional note applauding the Indian soldiers
Published by: Sayani Sen
  • Posted:May 10, 2025 5:16 pm
  • Updated:May 10, 2025 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা ভারতীয় সেনা আধিকারিক। লেফটেন্যান্ট জেনারেল ইন্দ্রজিৎ চক্রবর্তী। তাই ছোট থেকে সেনাবাহিনীর সঙ্গে আত্মিক যোগ তাঁর। বর্তমান ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে আবেগে ভাসছেন সেনাকন্যা অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

Advertisement

২০২০ সালের ১৪ জুন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারকে। ২৭ দিন বিনিদ্র রজনী কাটাতে হয়েছে শ্রীঘরে। জেলমুক্তির পর লাইমলাইটের অন্তরালে থেকেও রেহাই পাননি সোশাল মিডিয়া ট্রায়াল থেকে। মুম্বই নিবাসী বঙ্গকন্যা রিয়া চক্রবর্তীর নামোল্লেখ করে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল বঙ্গসমাজকেও। জীবনের কালো অধ্যায় কাটিয়ে অনেক আগেই মূলস্রোতে ফিরেছেন রিয়া। এবার সুশান্ত মামলায় শাপমুক্তি হয়েছে তাঁর। ম্লান হয়ে যাওয়া হাসি ফিরেছে তাঁর মুখে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে সেনা আধিকারিকের কন্যা হিসাবে আবেগপ্রবণ রিয়া।

বছর বত্রিশের অভিনেত্রী সোশাল মিডিয়ায় লেখেন, “আমি ছোট থেকে দেখছি সেনার পোশাকই যেন বাবার অঙ্গ। শান্ত, গর্বিত এবং প্রস্তুত। এবং আমি আমার মাকে দেখে বড় হয়েছি যিনি একজন সেনার মতো চোখের জল লুকিয়ে রেখেছেন। সেনা জওয়ানের ঘরে জন্মানো মানে প্রতিদিন নতুন কিছু শেখা। সেনার ভালোবাসার সঙ্গে দূরত্ব জড়িয়ে রয়েছে। সেনারা ভীত সন্ত্রস্তদের গর্বের সঙ্গে পাশে থাকেন। আমি বাড়িতে নিশ্চিন্ত ঘুমোচ্ছি। কারণ কারও বাবা, মা, ভাই সীমান্তে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন।” অভিনেত্রী আরও লেখেন, “আমি আপনাদের পাশে আছি। অনুভূতি যেন স্পর্শ করতে পারি। সেনাকন্যা হিসাবে সেনা পরিবারকে ভালোবাসা, শক্তি, সেলাম।” সবশেষে ‘জয় হিন্দ’ লেখেন অভিনেত্রী। শুধু রিয়াই নন, এর আগে অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, নিমরত কৌর, গুন পানাগ, অক্ষয় কুমার, প্রীতি জিন্টা, অর্জুন রামপাল, সুস্মিতা সেন, লারা দত্ত, নেহা ধুপিয়ার মতো তারকারাও সেনাদের আত্মত্যাগকে কুর্নিশ জানিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement